সিরিজ বাঁচাতে কাল মাঠে নামবেন লিটনরা

স্পোর্টস ডেস্ক জুলাই ৭, ২০২৩, ১১:৫১ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ বাংলাদেশ ক্রিকেটের ব্যস্ততম দুটি দিন হয়েছে গত দুদিন। অবসরের ঘোষণা দিয়ে প্রধানমন্ত্রীর আহবানে সিদ্ধান্ত প্রত্যাহার করেছেন তামিম ইকবাল। এদিকে চট্টগ্রামে সিরিজ বাঁচানোর মিশনেই কাল (শনিবার) মাঠে নামছেন লিটস দাসরা। তবে তামিমের অনুপস্থিতিতে লিটন দলকে নেতৃত্ব দেবেন। এর আগে প্রথম ওয়ানডে হেরে তিন মাচ সিরিজে ইতোমধ্যে পিছিয়ে আছে টাইগাররা।

সে কারণে দ্বিতীয় ম্যাচও হারলে সিরিজ ফসকে যাবে বাংলাদেশের হাত থেকে। এজন্যই টাইগারদের লক্ষ্য এখন একটাই, ম্যাচ জয়। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরি স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় দুপুর ২টায়। অবশ্য এ ম্যাচে নিশ্চিতভাবেই বাংলাদেশ দলে একটি পরিবর্তন আসতে যাচ্ছে। 

ওপেনার তামিম না থাকায় তার জায়গায় একাদশে দেখা যাবে নতুন কোনো ওপেনারকে। সেক্ষেত্রে তার জায়গায় ডাক পেয়েছেন রনি তালুকদার। এছাড়া আগে থেকেই দলে ব্যাকআপ ওপেনার হিসেবে ছিলেন নাঈম শেখ। অবশ্য তামিমের বদলি হিসেবে এই ওপেনারের খেলার সম্ভাবনাই বেশি। এছাড়া আগের ম্যাচের বাকি সদস্যদেরও একাদশে থাকার সম্ভাবনা রয়েছে।

আজ সংবাদ সম্মেলনে লিটন বলছিলেন, ‌‘আমরা এখনও একটা ম্যাচ পিছিয়ে আছি, আমাদের চেয়ে এগিয়ে আফগানিস্তান। আমাদের কাছে সবচেয়ে বড় বিষয় হচ্ছে, সিরিজটা কীভাবে জিততে পারি। এর চেয়েও বড় হলো, আগামীকালকের ম্যাচ। যা অবশ্যই জিততে হবে। আমার মনে হয়, সতীর্থরা সবাই এই একটা জিনিসেই মনোযোগ দিচ্ছে।’

বিপরীতে আফগান অধিনায়ক হাশমতউল্লাহ শহিদীও জানিয়েছেন সিরিজ জয়ের কথা। আগামীকালকের ম্যাচ জিতে সিরিজ নিশ্চিত করতে চান শহিদী, ‘আমরা ভালো অবস্থায় আছি। কালকের ম্যাচ জিতলে সিরিজ ২-০ হবে। আমরা সেদিকেই তাকিয়ে আছি।’


এমআইসি