‘উপভোগ করতে নামব না আমাদের লক্ষ্য ফাইনাল’ 

ক্রীড়া ডেস্ক জুন ৩০, ২০২৩, ০৫:১৮ পিএম

ঢাকাঃ সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনালে বাংলাদেশ সর্বশেষ খেলেছিল ২০০৯ সালে। এরপর কেটে গিয়েছে ১৪টি বছর। অবশেষে (২৮জুন) ঈদুল আজহার আগের দিন বাংলাদেশের ফুটবলে সেই আক্ষেপ মোচন করেছে টাইগাররা। সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে নিজেদের গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে ৩-১ গোলে উড়িয়ে সেমিফাইনাল নিশ্চিত করেছে জামাল ভূঁইয়ারা।বাংলাদেশের এমন জয়ে বাফুফে সভাপতি কাজী সালাউদ্দিন ১ কোটি টাকা বোনাস ঘোষণা করেছেন। গুরুত্বপূর্ণ সেমিফাইনালের আগে আজ সাংবাদিকদের মুখোমুখি হন হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরা। 

ম্যাচ পূর্ববর্তী সংবাদ সম্মেলনে এসেছিলেন বাংলাদেশ হেড কোচ। তিনি বলেন, 'আমরা ফাইনালের জন্যই আগামীকাল মাঠে নামব।’ বাংলাদেশের প্রাথমিক লক্ষ্য ছিল সাফের সেমিফাইনাল খেলা। সেই লক্ষ্য পূরণ হয়েছে। কালকের ম্যাচে বাংলাদেশের অ্যাপ্রোচ নিয়ে প্রশ্নে কোচ হ্যাভিয়েরের উত্তর, 'অবশ্যই সেমিফাইনাল আমাদের প্রথম লক্ষ্য ছিল। সেটা পূরণ হওয়ায় আগামীকাল আমরা শুধুই ম্যাচ উপভোগ করতে নামব না। আমাদের লক্ষ্য এখন ফাইনাল নিশ্চিত করা।' 

কুয়েত গ্রুপ পর্বে তিন ম্যাচে নয় গোল করেছে। কুয়েতের ফরোয়ার্ড লাইন অত্যন্ত শক্তিশালী। ম্যাচটির আভ্যন্তরীণ লড়াইটা কুয়েতেরে ফরোয়ার্ড বনাম বাংলাদেশের ডিফেন্সেরও। এ নিয়ে কোচের মন্তব্য, 'আমরা প্রতি ম্যাচের আগেই প্রতিপক্ষ নিয়ে বিশ্লেষণ করি। আমরা জানি তারা শক্তিশালী দল। আমরা সেই অনুযায়ী পরিকল্পনা গ্রহণ করছি।’ 

২০০৩ সালে বাংলাদেশ সাফের চ্যাম্পিয়ন হয়েছিল। প্রায় দুই দশক পর আবারো শিরোপার হাতছানি টাইগারদের সামনে। ২০১১, ২০১৩, ২০১৫ , ২০১৮ সালে সাফের গ্রুপ থেকেই বিদায়। ২০২১ সালে সর্বশেষ সাফে গ্রুপভিত্তিক খেলা হয়নি। পাঁচ দল নিয়ে রবিন লিগ ভিত্তিতে খেলা শেষে শীর্ষ দুটি দল ওঠে ফাইনালে। বাংলাদেশ পাঁচ দলের টুর্নামেন্টে চতুর্থ হয়েছিল। 

আগামীকাল কুয়েতের বিপক্ষে ভারতের বেঙ্গালুরুতে বাংলাদেশ সময় বিকেল ৩:৩০ মিনিটে শুরু হবে জামাল ভূঁইয়াদের ফাইনালে উঠার লড়াই। 

বুইউ