রাতে সেমিফাইনালে উঠার মিশনে মাঠে নামছে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক জুন ২৮, ২০২৩, ০৩:৪৬ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ চলমান সাফ চ্যাম্পিয়নশিপের এবারের আসরে সেমিফাইনালে খেলার লক্ষ্য নিয়ে ভারতে গিয়েছে বাংলাদেশ জাতীয় ফুটবল দল। তবে শুরুতেই লেবাননের বিপক্ষে ম্যাচে হেরে বড় ধাক্কা খায় টাইগাররা। ফলে দ্বিতীয় ম্যাচে মালদ্বীপের বিপক্ষে জয়ের বিকল্প কিছু নেই জামাল ভূঁইয়াদের। বাঁচা-মরার লড়াইয়ে শুরুতেই পিছিয়ে পড়েও দুর্দান্তভাবে ঘুরে দাঁড়িয়ে ৩-১ গোলে মালদ্বীপকে হারিয়ে এবারের আসরে টিকে রয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। সাফের সেমিফাইনালে উঠতে হলে নিজেদের গ্রুপের শেষ ম্যাচে ভুটানের বিপক্ষে জয়ের বিকল্প নেই জামাল ভূঁইয়াদের। 

বেঙ্গালুরুর শ্রী কান্তিরাভা স্টেডিয়ামে বুধবার গ্রুপের শেষ ম্যাচে মুখোমুখি হবে বাংলাদেশ ও ভুটান। যা শুরু হবে বাংলাদেশ সময় রাত ৮টায়। একই দিন ৪টায় ‍খেলবে লেবানন ও মালদ্বীপ; এই ম্যাচেই পরিষ্কার হয়ে যাবে বাংলাদেশের সেমির সমীকরণ। 

সবশেষ ২০০৩ সালে সাফ চ্যাম্পিয়নশীপের শিরোপা জিতেছিল বাংলাদেশ। এরপর যেন এই ট্রফির কাছে যেতেই ভুলে গিয়েছে লাল-সবুজ জার্সিধারীরা। আজ গ্রুপ পর্বের শেষ ম্যাচে ভুটানকে হারাতে পারলেই মিলে যেতে পারে সেমিফাইনালে উঠার টিকিট। 

বি’ গ্রুপে ৬ পয়েন্ট নিয়ে সবার উপরে লেবানন। বাংলাদেশ ও মালদ্বীপের সংগ্রহ  ৩ পয়েন্ট। ভুটান পয়েন্টের খাতাই খুলতে পারেনি তবে বঙ্গবন্ধু সাফ চ্যাম্পিয়নশিপের সেমি-ফাইনালে ওঠার দরজা খোলা আছে চার দলের সামনেই। 

অপরদিকে 'এ' গ্রুপে গতকাল ভারতকে শেষ মুহূর্তে আটকে দিয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে কুয়েত। স্বাগতিক ভারত গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চারের লড়াইয়ে জায়গা করে নিয়েছে। 

বুইউ