বিগ ব্যাশে বোলার-ব্যাটসম্যান সংঘর্ষ

ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২২, ২০২০, ০৩:৪৮ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা : ক্রিকেট মাঠে রান নিতে গিয়ে বোলার বা ফিল্ডারের সাথে ব্যাটসম্যানের সংঘর্ষের ঘটনা ঘটেছে অংসখ্যবার। এবার যা ঘটল তাতে মাঠ থেকে সোজা হাসপাতালে যেতে হলো ব্যাটসম্যানকে। অস্ট্রেলিয়ায় বিগ ব্যাশ লিগে এই দুর্ঘটনা ঘটেছে।

খেলা চলছিল মেলবোর্ন রেনেগেডস আর হোবার্ট হ্যারিকেন্সের মধ্যে। দৌড়ে রান নেয়ার সময় রেনেগেডসের উইকেটরক্ষক ব্যাটসম্যান স্যাম হার্পারের সঙ্গে ধাক্কা লাগে হোবার্ট হ্যারিকেন্সের বোলার নাথন এলিসের। সেখানেই শুয়ে পড়েন হার্পার। পরে চিকিৎসক এসে হার্পারের চোট পরীক্ষা করে দেখেন। শেষ পর্যন্ত এই তরুণ উইকেটরক্ষক-ব্যাটসম্যানকে মাঠ ছাড়তে হয়। সংঘর্ষের এই ঘটনার ভিডিও বিবিএল তাদের ট্যুইটার অ্যাকাউন্টে শেয়ার করেছে।

এই ঘটনার পর হার্পারের আঘাত সম্পর্কে তথ্য জানায় রেনেগেডস। জানানো হয়, ক্লাবের চিকিৎসকরা জানিয়েছেন, ব্যথায় হার্পার অসুস্থ হয়ে পড়েন এবং সতর্কতামূলক ব্যবস্থা হিসেবে পর্যবেক্ষণের জন্য তাঁকে হাসপাতালে নিয়ে যেতে হয়।

প্রথমে ব্যাট করতে নেমে হ্যারিকেন্স ম্যাথু ওয়েড (২০ বলে ৬৬) ও ম্যাকালিস্টার রাইট (৫০ বলে ৭০)-এর জোড়া হাফসেঞ্চুরি এবং বেন ম্যাকডারমটের ঝোড়ো ইনিংস (১৯ বলে ৩৮) ভর করে নির্ধারিত ২০ ওভারে করে ৩ উইকেটে ১৯০ রান। রেনেগেডস অবশ্য ম্যাচ হেরে যায়। মোহাম্মদ নবির ৩০ বলে ৬৩ রানের ইনিংস কাজে আসেনি। মাত্র ৪ রানে হার মানতে হয় তাদের।

আগামী নিউজ/জেডআই