ঢাকা : দেখতে দেখতে শেষ হয়ে আসছে বঙ্গবন্ধু গোল্ডকাপ আন্তর্জাতিক ফুটবল টুর্নামেন্টের আয়ু। মাঠে খেলায় দুর্দান্ত নৈপুণ্য দেখিয়ে সেমিফাইনালে উঠেছে সেরা চারটি দল। তবে টেলিভিশনের পর্দায় নজর কেড়েছেন এক তরুণী। কথার জাদুতে দর্শকদের মাতিয়ে রেখেছেন এই উপস্থাপিকা ও ক্রীড়া ভাষ্যকার। কে এই সুন্দরী?
ব্রিটিশ এই তরুণীর নাম কারিশমা কোটাক। যিনি একাধারে অভিনেত্রী, টিভি উপস্থাপিকা ও ক্রীড়া ভাষ্যকার। অভিনয়ের পাশাপাশি ক্রীড়াঙ্গনেও পদচারণা রয়েছে তার। সেই টানেই এবার ছুটে এসেছেন বাংলাদেশে। প্রথমবারের মতো বঙ্গবন্ধু আন্তর্জাতিক গোল্ডকাপ টুর্নামেন্টের উপস্থাপিকা হিসেবে নজর কেড়েছেন সবার। প্রথমবার বাংলাদেশে এসে অভিজ্ঞতাটা মন্দ নয় এই ইংলিশ তরুণীর।
এ বিষয়ে কারিশমা কোটাক বলেন, প্রথমবারের মতো বাংলাদেশে এসে বেশ উপভোগ করছি। এর আগে ক্রিকেট মাঠে কাজ করলেও এবার বঙ্গবন্ধু গোল্ডকাপের জন্য এসেছি। এখানকার ফুটবলপ্রীতি দেখে আমি অভিভূত। ফুটবলের প্রতি আলাদা দুর্বলতা থাকলেও আমি বক্সিং নিয়েও কাজ করতে চাই।
ইন্ডিয়ার প্রিমিয়ার লিগ (আইপিএল) থেকে কর্নাটক প্রিমিয়ার লিগ (কেপিএল), এশিয়ান প্রিমিয়ার লিগসহ অনেক খেলায় উপস্থাপনা করেছেন কারিশমা। এদিকে গত বছর ক্রিকেট বিশ্বকাপ মাতিয়ে সবশেষ আবুধাবি টি-টেন লিগেও ছিলেন এ সুন্দরী।
অভিনয় করেছেন বলিউডের বেশকিছু সিনেমায়। হিন্দি ছাড়াও তেলেগু, মালায়লাম সিনেমাতেও দক্ষতা দেখিয়েছেন এই ব্রিটিশ তরুণী। এছাড়া ভারতের জনপ্রিয় শো বিগ বসে কাজ করেছেন সালমান খানের সঙ্গে।
এ প্রসঙ্গে কারিশমা বলেন, দেখুন, আমি প্রায় ৭ বছর ধরে এই কাজের সঙ্গে সম্পৃক্ত। অভিনয়ের পাশাপাশি খেলাধুলা আমার ভালো লাগে। তাই খেলার মাঠে উপস্থাপক হিসেবে কাজ করাটাকে ভীষণ উপভোগ করি। অনেক মেয়েই এই কাজে আসতে চায় এখন। তাদের বলব, খুব স্পষ্ট ধারণা ও দক্ষতা নিয়ে এই কাজে নামতে। তাহলেই কাজটা সহজ হবে।
সুযোগ পেলে আবারো বাংলাদেশে আসতে চান ব্রিটিশ এই উপস্থাপিকা।
আগামী নিউজ/জেডআই /এনএনআর