শীঘ্রই অভিনয়ে নামছেন ফুটবল তারকা নেইমার

ক্রীড়া ডেস্ক জানুয়ারি ২১, ২০২০, ০৫:৩৫ পিএম

বর্ণিল চরিত্র ও অবিশ্বাস্য ফুটবল প্রতিভার অধিকারী ব্রাজিলিয়ান ফুটবল তারকা নেইমার। অতি অল্প সময়ে বিশ্বের দামি আর জনপ্রিয়তার তুঙ্গে অবস্থান করা ফুটবলারও তিনি। যে কারণে নেইমারকে নিয়ে ভক্তদের আগ্রহের কমতি নেই। সেই সুবিধাটিকেই কাজে লাগাচ্ছে অনলাইন স্ট্রিমিং প্ল্যাটফর্ম নেটফ্লিক্স।

এবার নেইমারের জীবন নিয়ে ডকুমেন্টারি সিরিজ বানাচ্ছে প্রতিষ্ঠানটি। আর তাতে নিজের চরিত্রে নিজেই অভিনয় করবেন নেইমার নিজেই। এরইমধ্যে সিরিজের সব আয়োজনও সম্পন্ন করে ফেলেছে স্ট্রিমিং জায়ান্ট। এমনকি পিএসজির অনুশীলনেও ঘুরছে নেটফ্লিক্সের ক্যামেরা। ফরাসি সংবাদমাধ্যম ‘লা পারিসিয়ান’র বরাত দিয়ে এমনটাই জানিয়েছে ব্রিটিশ সংবাদমাধ্যম ‘ডেইলি মেইল’।

এদিকে নেইমারকে নিয়ে সিরিজ নির্মাণ নিয়ে নেটফ্লিক্সের পক্ষ থেকে এখনও আনুষ্ঠানিক কোনো ঘোষণা আসেনি। তবে তাদের প্রস্ততি দেখে এটা যে সিরিজ আকারে আসতে যাচ্ছে তা অনেকটাই নিশ্চিত বলা যায়।

ফুটবলের বড় তারকাদের নিয়ে স্ট্রিমিং প্ল্যাটফর্মগুলো একধরনের প্রতিযোগিতায় লিপ্ত হয়েছে। কিছুদিন আগেই ‘অ্যামাজন’র এক কর্মকর্তা এই প্রতিযোগিতার কথা স্বীকার করে জানিয়েছেন, যারা মেসি, ক্রিস্টিয়ানো রোনালদো কিংবা নেইমারের মতো তারকাদের নিয়ে কাজ করবে তারাই এগিয়ে যাবে।

এরইমধ্যে ম্যানচেস্টার সিটি, লিডস ইউনাইটেড এবং বরুশিয়া ডর্টমুন্ডের মতো ক্লাবগুলোকে নিয়ে ডকুমেন্টারি নির্মাণ করা হয়েছে। সেসব ‘অ্যামাজন প্রাইম’-এ উপভোগ করেছেন দর্শকরা। এরপর একই প্ল্যাটফর্মে আসছে টটেনহামের ২০১৯-২০ মৌসুমের ওপর ডকুমেন্টারি।

অ্যামাজনের প্রতিদ্বন্দ্বী নেটফ্লিক্সও থেমে নেই। তারাও জুভেন্টাস এবং সান্ডারল্যান্ডকে নিয়ে কনটেন্ট বানিয়েছে। এমনকি সান্ডারল্যান্ড যখন প্রিমিয়ার লিগ থেকে রেলিগেশন অঞ্চলে নেমে যায় ওই মুহূর্তও নেটফ্লিক্সের ক্যামেরায় ধারণ করা হয়। এবার নেইমারকে দিয়ে স্ট্রিমিং দুনিয়ায় ঝড় তোলার পালা।

আগামীনিউজ/এস