ঢাকাঃ চলমান বাংলাদেশ প্রিমিয়ার লিগে (বিপিএল) গ্রুপ পর্বের নিজেদের শেষ ম্যাচে আজ মাঠে নেমেছে ঢাকা ডমিনেটরস। টস হেরে ফিল্ডিংয়ে নেমে চট্টগ্রাম চ্যালেঞ্জার্সকে ব্যাটিংয়ে পাঠিয়েছিল নাসির হোসেনের দল। তবে শুরুটা মোটেও ভালো করেনি চট্টগ্রাম দল।
নিজেদের ব্যাটিং ব্যর্থতার দিনে নির্ধারিত ওভার শেষে ৮ উইকেট হারিয়ে চট্রগ্রাম সংগ্রহ করেছে ১১৮ রান। অর্থাৎ জিততে হলে নাসির হোসেনের ঢাকা ডমিনেটর্সকে করতে হবে ১১৯ রান।
মিরপুর শেরে বাংলায় টস জিতে ব্যাটিং বেছে নেওয়াই যেন কাল হয় চট্টগ্রামের। ইরফান শুক্কুর (৭), মেহেদি মারুফ (৮), উম্মুক্ত চাঁদ (০), আফিফ হোসেন (১), শুভাগতহোম (১)-একে একে সাজঘরের পথ ধরেন স্বীকৃত ব্যাটাররা। ভাগ্যিস, উসমান আর জিয়াউর রহমান কোনোমতে বড় লজ্জা এড়িয়েছেন।
ঢাকার বোলারদের মধ্যে সবচেয়ে সফল আরাফাত সানি। বাঁহাতি এই স্পিনার ৪ ওভারে ২২ রান দিয়ে নেন ৪টি উইকেট।
বুইউ