ঢাকা : অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপে প্রথম হ্যাটট্রিক উদযাপন করলেন বাংলাদেশের রাকিবুল হাসান। নিজেদের দ্বিতীয় ম্যাচে স্কটল্যান্ডের বিপক্ষে ২৪তম ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে টানা তিন উইকেট শিকার করেন লাল সবুজ দলের এই স্পিনার।
মঙ্গলবার (২১ জানুয়ারি) দক্ষিণ আফ্রিকার পচেফস্ট্রুমে টস জিতে ব্যাটিং করার সিদ্ধান্ত নেয় স্কটল্যান্ড অধিনায়ক এএস গুই। ব্যাট করতে নেমে বাংলাদেশি বোলারদের তোপের মুখে একের পর এক উইকেট হারায় তারা। ম্যাচের ২৪তম ওভারে পরপর তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক করার কৃতিত্ব দেখান রাকিবুল হাসান।
ইনিংসের ২৪তম ওভারের হ্যাটট্রিক করেন রাকিবুল হাসান। ওভারের তৃতীয়, চতুর্থ ও পঞ্চম বলে উইকেট তিন উইকেট শিকার করেন তিনি। বাংলাদেশি এই স্পিনারের শিকার হন কেস সাজ্জাদ, লিলে রবার্টসন ও চার্লি পিত। যুব বিশ্বকাপে এটি বাংলাদেশের দ্বিতীয় হ্যাটট্রিক।
২০১০ যুব বিশ্বকাপে আয়ারল্যান্ডের বিপক্ষে বাংলাদেশের হয়ে প্রথম হ্যাটট্রিক করেছিলেন কামরুল ইসলাম রাব্বী।
আগামীনিউজ/জেডআই