ঢাকা : পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ১৫ সদস্যের সেই দলে নেই মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলাম। তবুও অনুশীলন করে যাচ্ছেন এই দুই টাইগার ক্রিকেটার।
২৩ জানুয়ারি পাকিস্তানের উদ্দেশে উড়াল দেবে মাহমুদউল্লাহ, তামিম ইকবালরা। প্রস্তুতি হিসাবে রবিবার থেকে অনুশীলনে নেমেছে স্কোয়ার্ডের সব ক্রিকেটার। তবে টেস্ট সিরিজ সামনে রেখে আলাদা অনুশীলনের ব্যবস্থা করা হয়েছে ইবাদত হেসেন, মোসাদ্দেক হোসেন ও তাইজুল ইসলামের জন্য। তাদের দেখভাল করবেন ব্যাটিং কোচ নেইল ম্যাকেঞ্জি, ফিল্ডিং কোচ রায়ান কুক এবং ট্রেনার মারিও ভিল্লাভারায়ন।
নিরাপত্তা শঙ্কায় পাকিস্তান সফরে যাচ্ছেন না ম্যাকেঞ্জি, কুক ও ড্যানিয়েল ভেটোরি। ট্রেনার ভিল্লাভারায়নের যেতে আপত্তি ছিল না। কিন্তু ছুটিতে থাকার সময় কলম্বোতে দুর্ঘটনায় আঙুল ভেঙে বিপদে পড়েছেন তিনি। তবে ভাঙা আঙুল নিয়ে তিনি ঢাকায় থাকবেন।
পাকিস্তানে টি-টোয়েন্টি সিরিজে ফিল্ডিং কোচ কাম স্পিন কোচ হিসেবে যাচ্ছেন সোহেল ইসলাম। ট্রেনার হিসেবে যাবেন বিসিবির ট্রেনার তুষার কান্তি হাওলাদার। ভারতে বাংলাদেশের সবশেষ টি-টোয়েন্টি সিরিজের দলে ছিলেন তাইজুল ও মোসাদ্দেক।
পাকিস্তান সফরে টি-টোয়েন্টি দলে জায়গা না পেলেও টেস্ট সিরিজের জন্য নির্বাচকদের বিবেচনায় আছেন মোসাদ্দেক, তাইজুল ও ইবাদত। টি-টোয়েন্টি সিরিজ খেলে ফেরার পর ফেব্রুয়ারির প্রথম সপ্তাহে টেস্ট খেলতে আবার পাকিস্তানে যাবে বাংলাদেশ। ৭ ফেব্রুয়ারি থেকে রাওয়ালপিণ্ডিতে প্রথম টেস্ট।
আগামী নিউজ/জেডআই