ইরানের বিশ্বকাপ দল ঘোষণা

ক্রীড়া ডেস্ক নভেম্বর ১৪, ২০২২, ০১:৪৩ পিএম

ঢাকাঃ কাতারের মাটিতে টানা তৃতীয় বিশ্বকাপ খেলতে যাচ্ছে ইরান। এবারের বিশ্বকাপে নিজেদের ইতিহাসে প্রথমবারের মতো গ্রুপ পর্বের বাঁধা পেরোনোর লক্ষ্য মধ্যপ্রাচ্যের দেশটির।

অভিজ্ঞ ডিফেন্ডার এহসান হাজসাফিকে অধিনায়ক করে বিশ্বকাপের জন্য ২৫ সদস্যের দল ঘোষণা করেছেন পর্তুগিজ কোচ কার্লোস কুইরোজ। গোলবারের নিচে দায়িত্ব দেয়া হয়েছে আলিরেজা বেইরানভান্দকে।

তাছাড়াও ইরানের আক্রমণভাগ বেশ শক্তিশালী। দেশের হয়ে তৃতীয় শীর্ষ গোলদাতা সর্দার আজমোন নেতৃত্ব দিবেন আক্রমণভাগকে। দলে আরও আছে মেহদী তারেমি ও করিম আনসারিফার্দের মতো পরীক্ষিত ফরোয়ার্ড।

২০১৮ রাশিয়া বিশ্বকাপে মরক্কোকে হারিয়ে বিশ্বকাপ মিশন শুরু করেছিল ইরান। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে পর্তুগালকে ১-১ গোলে রুখে দেয় দলটি। তাই গত বিশ্বকাপের সুখস্মৃতি নিয়ে এবার ষষ্ঠ বিশ্বকাপ খেলতে কাতারে পাড়ি দিবে মধ্যপ্রাচ্যের দলটি।

এবারের বিশ্বকাপে ‘বি’ গ্রুপে ইরানের প্রতিপক্ষ ইংল্যান্ড, ওয়েলস ও যুক্তরাষ্ট্র। আগামী ২১ নভেম্বর ইংল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ যাত্রা শুরু করবে কার্লোস কুইরোজ শিষ্যরা।

ইরানের বিশ্বকাপ স্কোয়াড

গোলকিপার

আলিরেজা বেইরানভান্দ, পয়ম নিয়াজমান্দ, হুসাইন হোসেনি, আমির আবেদজাদেহ।

ডিফেন্ডার

সাদেগ মোহররামি, এহসান হাজসাফি, শোজায়ে খলিলজাদেহ, মিলাদ মোহাম্মদী, মোর্তেজা পৌরালিগঞ্জি, মজিদ হোসেনী, আবুলফজল জালালি, রামিন রেজাইয়ান, আল আহলি হোসেন কানানি।

মিডফিল্ডার

সাইদ এজাতোলাহি, ওয়াহিদ আমিরি, সামান ঘোদ্দোস, আহমদ নুরুল্লাহি, আলী করিমি, রাউজবেহ চেশমি। 

ফরোয়ার্ড

আলিরেজা জাহানবখশ, মেহদী তারেমি, করিম আনসারিফার্দ, মেহদী তোরাবি, আলি গোলিজাদেহ, সর্দার আজমোন।

বুইউ