পোলার্ডের আক্ষেপ

ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৯, ২০২০, ০২:৩৮ পিএম
ছবি সংগৃহীত

ঢাকা: সিরিজে টিকে থাকতে হলে ওয়েস্ট ইন্ডিজকে জিততেই হতো। আয়ারল্যান্ডের বিপক্ষে দ্বিতীয় টি-টোয়েন্টিতে জয় পেতে আসল কাজটা করে দিয়েছিলেন অধিনায়ক কায়রন পোলার্ড। কিন্তু বেরসিক বৃষ্টি সব মাটি করে দিয়ে গেল। ম্যাচটি পরিত্যক্ত হওয়ায় পোলার্ডের হতাশা যেমন বেড়েছে একই সঙ্গে ওয়েস্ট ইন্ডিজেরও। তিন ম্যাচের সিরিজের শেষটি ক্যারিবিয়ানরা জিতলেও আর সিরিজ জেতা হবে না। এটা নিশ্চিত হয়েছে যে আয়ারল্যান্ড টি-টোয়েন্টি সিরিজে অন্তত হারছে না। তিন ম্যাচের সিরিজে ১-০-তে এগিয়ে রয়েছে আইরিশরা। 

সেন্ট কিটসে বৃষ্টিভেজা ম্যাচে ওয়েস্ট ইন্ডিজ প্রথমে ব্যাট করে তুলেছিল ৯ উইকেটে ১৪৭ রান। পোলার্ড তুলে নেন ক্যারিয়ারসেরা ২৫ রানে ৪ উইকেট। এই রান তাড়া করে জয়টা ওয়েস্ট ইন্ডিজের জন্য বেশ সহজ ছিল। কিন্তু ক্যারিবিয়ানদের ব্যাটিংয়ের সময় তৃতীয় ওভারে নামে বৃষ্টি। পরে আর খেলাই শুরু করা সম্ভব হয়নি।

তার আগে টস হেরে ব্যাটিং করতে নেমেছিল আয়ারল্যান্ড। ২৩ রানের মধ্যে বিদায় নেয় আইরিশদের দুই ওপেনার। কিন্তু তৃতীয় উইকেটে আগ্রাসী ব্যাটিং করে ওয়েস্ট ইন্ডিজকে চাপে ফেলেন অ্যান্ড্র বালবার্নি ও গ্যারেথ ডেলানি। এই দুজন গড়েন ৪৩ বলে ৭২ রানের জুটি। এই দুজনকে ফিরিয়ে ক্যারিবিয়ানদের ম্যাচে ফেরান পোলার্ড। ২২ বলে ৪৪ রান করেন ডেলানি। এর মধ্যে ছক্কাই হাঁকিয়েছেন পাঁচটি। বালবার্নির ব্যাট থেকে এসেছে ৩৪ রান। 

পোলার্ডের সঙ্গে দুরন্ত বোলিং করেন শেলডেন কটরেল। পরে আর খুব একটা সুবিধা করতে পারেনি আয়ারল্যান্ড। হ্যারি টেক্টর ২৩ বলে কেবল ৩১ রান করতে পেরেছেন। ক্যারিয়ারে প্রথমবার ৪ উইকেট নেন পোলার্ড। কটরেল ১০ রানের বিনিময়ে নিয়েছেন ২ উইকেট। 

রান তাড়া করতে নেমে প্রথম ওভারেই স্টার্লিংকে ছক্কা-চার হাঁকানোর পর আউট হয়ে যান লেন্ডল সিমন্স। খানিক পরই শুরু হয় বৃষ্টি। দারুণ জয়ের সম্ভাবনা থাকলেও ম্যাচটি হাতছাড়া হয়ে গেল ওয়েস্ট ইন্ডিজের। এখন তৃতীয় ম্যাচ জিতলেই তারা এই সিরিজে সমতা ফেরাতে পারে। 

আগামী নিউজ/আরবি/জেডআই/এনএনআর