অবসরে যাচ্ছেন হাফিজ

ক্রীড়া ডেস্ক জানুয়ারি ১৮, ২০২০, ১২:৪৩ পিএম
ফাইল ছবি

ঢাকা : একটা সময় পাকিস্তানের ক্রিকেটে নির্ভরতার প্রতিক হয়ে উঠেছিলেন মোহাম্মদ হাফিজ। নেতৃত্বও পেয়েছিলেন এই অলরাউন্ডার। কিন্তু বোলিং অ্যাকশনের কারণে বারবার ছন্দ পতন ঘটিয়েছে তার ক্যারিয়ারে। এমন অবস্থায় ১৭ বছরের ক্রিকেট ক্যারিয়ারের ইতি টানতে চান ৩৯ বছর বয়সী হাফিজ।  

তবে এই মুহুর্তে নয়। পাকিস্তানের জার্সিতে আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলে অবসর নিতে চান মোহাম্মদ হাফিজ। সেই লক্ষ্যে  বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নিজেকে প্রমাণ করতে চান তিনি। 

ঘরের মাঠে বাংলাদেশের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে পাকিস্তান দলে আছেন মোহাম্মদ হাফিজ। ডাক পাওয়া নিয়ে অনেককে অবাক হলেও বিস্মিত হননি পাকিস্তানি এই অলরাউন্ডার। তিনি মনে করেন, তার ডাক পাওয়াটা প্রত্যাশিত ছিল।

প্রায় এক বছরের ও বেশি সময় ধরে পাকিস্তানের টি-টোয়েন্টি দলে ফিরে কেমন অনুভব করছেন জানতে চাইলে হাফিজ বলেন, ‘আমি পাকিস্তানের হয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে চাই। এরপর আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় বলতে চাই। ১৭ বছর ধরে পাকিস্তানের হয়ে খেলছি। নিজের সর্বোচ্চটা দিয়ে খেলার চেষ্টা করেছি। তবে মাঝে মধ্যে বোলিংটা খুব মিস করেছি।’

৮৯টি টি-টোয়েন্টি খেলে ১৯০৮ রান করেছেন মোহাম্মদ হাফিজ। তার ফিফটি রয়েছে ১০টি। বল হাতে উইকেট নিয়েছেন ৫৪টি। 

আগামী নিউজ/জেডআই