১৪ বছর পর চট্টগ্রামে শুরু জাতীয় অ্যাথলেটিকস

ক্রীড়া প্রতিবেদক জানুয়ারি ১৬, ২০২০, ০১:২৩ পিএম
ফাইল ছবি

ঢাকা : ২০০৪ সালে বসানো বঙ্গবন্ধু স্টেডিয়ামের অ্যাথলেটিকস ট্র্যাক এখন খেলার অনুপযোগী। ট্র্যাকের অনেক জায়গায় ধরেছে ফাটল। এমন ট্র্যাকে দৌড়ালে থাকবে ইনজুরির শঙ্কা। তাই মুজিববর্ষে ঢাকার বাইরে আয়োজন করা হয়েছে জাতীয় অ্যাথলেটিকস প্রতিযোগিতার ৪৩তম আসর।

বৃহস্পতিবার (১৬ জানুয়ারি) সকালে চট্টগ্রামের এমএ আজিজ স্টেডিয়ামে শুরু হয়েছে প্রতিযোগিতা। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে।

১৪ বছর বিরতির পর বন্দরনগরী চট্টগ্রামে অনুষ্ঠিত হচ্ছে এ প্রতিযোগিতা। চট্টগ্রাম সিটি করপোরেশনের পৃষ্ঠপোষকতায় এবারের আসরে ৬৪টি জেলা, আটটি বিভাগ, বিশ্ববিদ্যালয়, শিক্ষা বোর্ড, বাংলাদেশ ক্রীড়া শিক্ষা প্রতিষ্ঠান (বিকেএসপি), পাটকল করপোরেশন, অধিভুক্ত সামরিক ও বেসামরিক বাহিনী ও বিভিন্ন ইনস্টিটিউটের পাঁচ শতাধিক পুরুষ ও মহিলা অ্যাথলেট অংশগ্রহণ করছে।

প্রতিযোগিতায় ৩৬টি ইভেন্টের মধ্যে ২২টিতে পুরুষ ও ১৪টিতে মহিলা অ্যাথলেটরা প্রতিদ্বন্দ্বিতা করবে।

আগামী নিউজ/জেডআই/ এনএনআর