জার্মানিকে হারিয়ে বিশ্বকাপ ফাইনালে আর্জেন্টিনা

ক্রীড়া ডেস্ক জুলাই ১৭, ২০২২, ১০:০৯ এএম

ঢাকাঃ বিশ্বকাপ জয়ের খুব কাছে চলে এসেছে আর্জেন্টিনা। সেমিফাইনালের স্নায়ুক্ষয়ী লড়াইয়ে জার্মানির বিপক্ষে জয় তুলে নিয়েছে পেনাল্টি শুটআউটে। নির্ধারিত সময়ের খেলা ২-২ গোলে অমীমাংসিত থাকার পর টাইব্রেকারে জার্মানদের ৪-২ গোলে হারিয়েছে লাস লিওনাসরা। তাতেই ১২ বছর পর নারী হকি বিশ্বকাপের ফাইনালে উঠে গেছে দলটি।

নেদারল্যান্ডসে চলমান বিশ্বকাপের শুরু থেকেই অপ্রতিরোধ্য আর্জেন্টিনা। গ্রুপ পর্বে দলটি ৪-০ গোলে দক্ষিণ কোরিয়া, ৪-১ গোলে স্পেন, এরপর কানাডাকে হারায় ৭-১ গোলে। তাতেই সরাসরি শেষ আটের টিকিট কেটে ফেলে কোচ মারিয়া ভিয়ালবার শিষ্যরা। 

নকআউটে নিজেদের প্রথম ম্যাচে ইংল্যান্ডকে হারায় ১-০ গোলে। এরপর দলটির সামনে পড়ে জার্মানি। 

শনিবার রাতে তেরেসায় হওয়া আসরের দ্বিতীয় সেমিফাইনাল ম্যাচে প্রথম মিনিটেই জার্মানির হয়ে গোল করে বসেন হান্না কারিনা গ্রানিৎজকি। সেই গোলের শোধ দিতে আর্জেন্টিনাকে অপেক্ষা করতে হয় ১৫ মিনিট পর্যন্ত। অগাস্টিনা গোরজেলিনার গোলে সমতা ফেরায় তারা।

এরপর ২৮ মিনিটে গিয়ে অগাস্টিনা আলবার্টারিও গোলে উল্টো লিড নেয় আর্জেন্টিনা। তবে তাদেরকে সরাসরি জয় পেতে দেয়নি জার্মানি। ম্যাচের ৪৫ মিনিটে শার্লট স্টেপেনহোর্স্ট গোল করলে আবারও সমতা ফেরে ম্যাচে। পরে আর কোনো দল গোল করতে পারেনি।

ফলে ম্যাচ গড়ায় টাইব্রেকারে। যেখানে নিজেদের প্রথম ও তৃতীয় শটে গোল করতে ব্যর্থ হয় জার্মানি। অন্যদিকে প্রথম শট মিস করলেও, পরের চার শটে টানা গোল করে জয় নিশ্চিত করে আর্জেন্টিনা। যার সুবাদে ২০১০ সালের পর আবার ফাইনালের টিকিট পায় তারা।

বিশ্বকাপের প্রথম সেমিফাইনালে অবশ্য এতোটা বেগ পেতে হয়নি সর্বোচ্চ আটবারের চ্যাম্পিয়ন নেদারল্যান্ডসকে। ফ্রেডরিক মাতলার করা একমাত্র গোলে সহজেই ফাইনালে উঠে গেছে তারা। আজ বাংলাদেশ সময় দিবাগত রাতে হবে শিরোপা নির্ধারণী ম্যাচটি।

উল্লেখ্য, এর আগে ২০০২ ও ২০১০ সালের আসরে ফাইনালে মুখোমুখি হয়েছিল নেদারল্যান্ডস ও আর্জেন্টিনা। দুইবারই শেষ হাসি হেসেছে আর্জেন্টিনা। ২০০২ সালে ১-১ গোল ড্র হওয়ার পর টাইব্রেকারে জেতে ৪-৩ ব্যবধানে। আর ২০১০ সালে আর্জেন্টিনার জয় ৩-১ গোলে।

এমবুইউ