ঢাকাঃ উয়েফা নেশন্স লিগে নিজেদের প্রথম ম্যাচে জয় পেলো না স্পেন ও পর্তুগাল। স্পেনের ভেনিতো ভিলামারিন স্টেডিয়ামে মুখোমুখি লড়াইয়ে ১-১ গোলে ড্র করেছে দুই দল। ম্যাচে দাপট দেখিয়েই খেলেছে স্বাগতিক স্পেন, শেষ দিকের গোলে কোনোমতে হার এড়িয়েছে পর্তুগিজরা।
নিজেদের মাঠে স্পেন বল দখলে এগিয়ে ছিল। পাশাপাশি আক্রমণেও। বিপরীতে পর্তুগালও পাল্টা আক্রমণ কম করেনি। ম্যাচ ঘড়ির তিন মিনিটের সময় স্বাগতিকদের অ্যাজপিলিকিউয়েটার ডান পায়ের শট পোস্টের পাশ দিয়ে গেলে গোলের দেখা মিলেনি।
১৮ মিনিটে পর্তুগালের রাফায়েল গুরেরোর পাসে রাফায়েল লিওর শট লক্ষ্যভ্রষ্ট হয়।
২৫ মিনিটে স্পেন এগিয়ে যায়। পাবলো সারাবিয়ার স্কয়ার পাসে ফাঁকায় মোরাতা প্লেসিং করে দেন। চার মিনিট পর কার্লোস সোলেরের দুই বারের প্রচেষ্টায় ব্যবধান বাড়ানো যায়নি।
৩৪ মিনিটে পর্তুগাল গোল শোধের সুযোগ কাজে লাগাতে পারেনি। আন্দ্রে সিলভার বাম পায়ের জোরালো শট অল্পের জন্য জালে জড়ায়নি।
৪৪ মিনিটে ৩৫ গজ দূর থেকে নেওয়া পেপের শট অল্পের জন্য পোস্টের বাইরে দিয়ে যায়।
বিরতির পরও পর্তুগাল সুযোগ কম পায়নি।
৫৯ মিনিটে আন্দ্রে সিলভার পাসে রাফায়েল লিওর শট গোলকিপার উনাই সিমন পা বাড়িয়ে গোল হতে দেননি।
৬২ মিনিটে রোনালদো মাঠে নামেন। আর এর ২০ মিনিট পর পর্তুগাল সমতায় ফেরে।
৮২ মিনিটে ক্যানসেলোর ডান প্রান্তের ক্রসে রিকার্ডো হোর্তা চলতি বলেই পা চালিয়ে দেন। গোলকিপার জায়গা ছেড়ে এগিয়ে এসে বলের দিকে ঝাঁপালেও গোল আটকাতে পারেননি।
৮৭ মিনিটে জর্দি আলবার হেড পোস্টের পাশ দিয়ে গেলে স্পেনের আর তিন পয়েন্ট নিয়ে মাঠ ছাড়া হয়নি।
সাম্প্রতিক সময়ে ইউরোপের এই দুই প্রতিবেশীর বেশিরভাগ ম্যাচেই ড্রয়ের দেখা মিলেছে। স্পেন-পর্তুগালের সবশেষ দুই মোকাবিলাও সমতাতেই শেষ হয়েছিল। তার আগে ২০১৮ সালের বিশ্বকাপেও তাদের ম্যাচটি ড্র হয়েছিল ৩-৩ গোলে, সেই ম্যাচ দুর্দান্ত এক হ্যাটট্রিক করেছিলেন পর্তুগাল অধিনায়ক ক্রিশ্চিয়ানো রোনালদো।
১-১ ড্রয়ে পয়েন্ট ভাগাভাগি করে পর্তুগাল এবং স্পেন যথাক্রমে লিগ এ’র গ্রুপ-২ এ টেবিলের দ্বিতীয় ও তৃতীয় অবস্থানে রয়েছে। এই গ্রুপের অপর দুই দলের ম্যাচে চেক প্রজাতন্ত্র ২-১ গোলে সুইজারল্যান্ডকে হারিয়ে গ্রুপের শীর্ষে রয়েছে।
নেশনস লিগের গ্রুপ পর্বে পর্তুগালের পরের ম্যাচ ৬ জুন (সোমবার) সুইজারল্যান্ডের বিপক্ষে, একইদিন চেক প্রজাতন্ত্রের বিপক্ষে গ্রুপ পর্যায়ে নিজেদের দ্বিতীয় ম্যাচে মাঠে নামবে লুইস এনরিকের স্পেন।
এমবুইউ