ঢাকাঃ চরম ব্যর্থতায় রোনাল্ড কুমানের বিদায়ের পর জাভি হার্নান্দেজের অধীনে অনেকটা ঘুরে দাঁড়াতে শুরু করে বার্সেলোনা। মাঝে লা লিগায় চির প্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদকে এক হালি গোলে হারিয়ে নিজেদের সোনালি অতীতের জানায় দেয় বার্সা। তবে আবারও যেন খেই হারিয়ে ধুঁকছে কাতালান দলটি। নিজেদের ডেরা ক্যাম্প ন্যুতে রোববার রাতে রায়ো ভাইয়েকানোর বিপক্ষে ০-১ গোলে হেরেছে জাভি দল। এ নিয়ে ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে টানা তিন ম্যাচে হারের স্বাদ পেতে হলো বার্সাকে।
বার্সার এ হারে শিরোপা থেকে আর মাত্র এক ধাপ দূরে রিয়াল মাদ্রিদ। রেকর্ড ৩৫তম লা লিগা শিরোপা জিততে বাকি পাঁচ ম্যাচে কার্লো আনচেলত্তির দলের দরকার মাত্র ১ পয়েন্ট। ৩৩ ম্যাচে ৭৮ পয়েন্ট নিয়ে শীর্ষে রিয়াল আর সমান ম্যাচে ৬৩ পয়েন্ট নিয়ে দুইয়ে বার্সেলোনা।
শুরুতেই পিছিয়ে পড়ার পর ম্যাচে ফেরার চেষ্টা করেও কাজের কাজ গোলের দেখা পায়নি বার্সা। লিগে এ নিয়ে এবারের মৌসুমে ভাইয়েকানোর বিপক্ষে দুইবারের দেখায় সব কবারই হারল বার্সেলোনা। আগের ম্যাচে হারের পর তো বরখাস্ত হন সাবেক কোচ রোনাল্ড কুমান।
গত রাতের হার ছিল ঘরের মাঠে সব প্রতিযোগিতা মিলিয়ে বার্সেলোনার টানা তৃতীয় হার। এর আগে ইউরোপা লিগের কোয়ার্টার-ফাইনালের দ্বিতীয় লেগে আইনট্রাখট ফ্রাঙ্কফুর্টের বিপক্ষে ৩-২ ও পরে লিগে কাদিসের বিপক্ষে ১-০ গোলের ব্যবধানে হেরেছিল তারা।
ম্যাচের শুরুতেই চমক দেখায় সফরকারীরা। সপ্তম মিনিটের মাথায় গোলের দেখা পায় তারা। ডি-বক্সের সামনে লম্বা পাস পান আলভারো গার্সিয়া। সে বল দারুণভাবে নিয়ন্ত্রণ করে ভেতরে ঢুকে ডান পায়ের শটে লক্ষ্যভেদ করেন স্প্যানিশ ফরোয়ার্ড।
প্রথমেই গোল হজমের পর নড়েচড়ে বসে বার্সা। আক্রমণে ধার বাড়ায় তারা। তবে গোলের দিকে ঠিকমতো কাজ সারতে পারেনি দল। ১৫তম মিনিটে রোনালদ আরাহোর শট ঠেকিয়ে দেন ভাইয়েকানোর গোলরক্ষক।
২৭ মিনিটের মাথায় সফরকারী দলের খেলোয়াড়ের চ্যালেঞ্জে ডি-বক্সে পড়ে যান গাভি। রেফারিকে পেনাল্টির আবেদন করে বার্সেলোনার খেলোয়াড়রা। তবে অফসাইডের বাঁশি বাজান রেফারি। এমন সিদ্ধান্তের প্রতিবাদ কারয় জাভিকে হলুদ কার্ড দেখেন রেফারি।
বিরতিতে যাওয়ার আগে ফেররান তরেস বল জালে পাঠালেও অফসাইডের কারণে গোলের দেখা পায়নি বার্সা। প্রথমার্ধে গোলের জন্য মোট ৮ টি শট নেয় বার্সা, যার মধ্যে লক্ষ্যে ছিল মাত্র একটি। বিপরীতে ভাইয়েকানোর নেওয়া মাত্র একটি শটেই মেলে জয়সূচক গোল।
দ্বিতীয়ার্ধে নেমে কয়েকটি আক্রমণে করেও লাভ হয়নি স্বাগতিকদের। ৫৮তম মিনিটে গোলের জন্য আলবার নেওয়া শট ক্রসবারের ওপর দিয়ে যায়। এর ১১ মিনিট পর বদলি নামা মেমফিস ডিপাইয়ের শট প্রতিপক্ষ ডিফেন্ডারের হাতে লাগলে পেনাল্টির আবেদন করলেও সাড়া দেননি রেফারি।
যোগ করা ১১ মিনিটেও গোলের দেখা না পাওয়ায় হার নিয়ে মাঠ ছাড়তে হয় আলবাদের।
এমএম