বেনজেমার হ্যাটট্রিকে সেমির পথে রিয়াল মাদ্রিদ

ক্রীড়া ডেস্ক এপ্রিল ৭, ২০২২, ০৯:০৭ এএম

ঢাকাঃ চলতি মৌসুমে কারিম বেনজেমা যেন রূপকথার মাইডাস; যা ছুঁচ্ছেন, রীতিমতো সোনা হয়ে যাচ্ছে তা-ই। মেসি, নেইমার, এমবাপের পিএসজির বিপক্ষে ২২ মিনিটের ঝড়ে হ্যাটট্রিকের স্মৃতিতে ধুলো পড়েনি এখনো, তার আগেই চেলসির মাঠে করে বসলেন আরও এক হ্যাটট্রিক। যার টানা দ্বিতীয় হ্যাটট্রিকে সেমিফাইনালে এক পা দিয়ে রাখলো রিয়াল মাদ্রিদ।

বুধবার রাতে চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের ম্যাচে বেনজেমার হ্যাটট্রিকে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে স্প্যানিশ জায়ান্ট ক্লাবটি। আগামী মঙ্গলবার দিবাগত রাতে এই ব্যবধান উল্টে না গেলে রিয়ালই খেলবে সেমিফাইনালে।

শেষ আটের লড়াইয়ের আগে রিয়াল মাদ্রিদের পক্ষে বাজি ধরার লোক একটু কমই ছিল। স্ট্যামফোর্ড ব্রিজ তো বটেই, চেলসির বিপক্ষে মহাদেশীয় প্রতিযোগিতায় যে রিয়ালের জয় ছিল না একটিও! তার ওপর যোগ করুন শেষ মৌসুমে সেমিফাইনালের হারটাকে। সব মিলিয়ে পরিস্থিতিটা রিয়ালের জন্য একটু প্রতিকূল ছিল বৈকি!

তবে যে দলে এমন আগুনে ফর্মে থাকা বেনজেমা আছেন, সেই দলের ভাবনা কীসে? উলটো বাড়তি ভাবনা তো প্রতিপক্ষেরই হওয়ার কথা! সেই কারণেই হয়তো, চেলসি কোচ থমাস টুখেল দলে নামিয়ে দিয়েছিলেন ৫ ডিফেন্ডার। রক্ষণের মাঝ অংশে ছিলেন থিয়াগো সিলভা, অ্যান্টোনিও রুডিগার আর আন্দ্রেস ক্রিশ্চিয়ানসেন। দুই উইংব্যাক হিসেবে রেখেছিলেন রিস জেমস আর চেজার অ্যাজপিলিকুয়েতাকে। 

প্রথমার্ধের ২১ থেকে ২৪ মিনিটের মধ্যেই জোড়া গোল করে দলকে চালকের আসনে বসান বেনজেমা। ওই অর্ধেই একটি গোল শোধ করেন কাই হাভার্টজ। বিরতির পর নেমে দ্বিতীয়ার্ধের শুরুতেই নিজের হ্যাটট্রিক পূর্ণ করেন ফরাসি তারকা। পিএসজির বিপক্ষে শেষ ষোলো ফিরতি লেগেই হ্যাটট্রিকের পর টুনার্মেন্টে এটা তার টানা দ্বিতীয় হ্যাটট্রিক। 

রেকর্ড ১৩ বারের চ্যাম্পিয়নস লিগ জয়ী রিয়াল আর বর্তমান চ্যাম্পিয়নদের মধ্যকার ম্যাচে লড়াই হয়েছে সমানে সামন। আক্রমণ-পাল্টা আক্রমণে ব্যস্ত থাকে দুই দল। 

ম্যাচের দশম মিনিটে ভিনিসিউস জুনিয়রের জোরাল শট ক্রসবারে বাধা পেয়ে ফিরে আসলে নিশ্চিত গোল খাওয়া থেকে বেঁচে যায় স্বাগতিক দল। এর ছয় মিনিট পর থিবো কোর্তোয়ার দারুণ সেভে বেঁচে যায় রিয়াল। রিস জেমসের ফ্রি-কিকের বল ঝাঁপিয়ে পড়ে ঠেকান বেলজিয়ান গোলরক্ষক। 

ম্যাচে বৃষ্টির হানা থাকায় দুই দলের খেলায় খানিকটা ছেদ পড়লেও ব্রাজিলিয়ান ফরোয়ার্ড ভিনিসিউস যেন ছিলেন ব্যতিক্রম। ভিনির ক্রস থেকেই ২১তম মিনিটে হেডে প্রথম জালের দেখা খুঁজে পান বেনজেমা। 

এর মাত্র তিন মিনিট পর আবার দলকে আনন্দে ভাসান ফরাসি ফরোয়ার্ড। এবার ক্রস বাড়ান লুকা মদ্রিচ 
। সে বলে আবারও হেডে জোড়া গোল করেন বেনজেমা। 

প্রথমার্ধে টমাস টুখেল ৩-৪-২-১ ছক সাজান। দুই গোল হজম করলেও খেলার প্রথমার্ধে মোটেও খারাপ খেলেনি চেলসি। বারবার আক্রমণে যাওয়ার ফলাফল তাই পেয়ে যায় তারা ম্যাচের ৪০ মিনিটের মাথায়। 

জর্জিনিওর পাস থেকে হেডে গোল করে চেলসিকে ম্যাচে ফেরান হাভার্টজ। দুই মিনিট পর নিজের  হ্যাটট্রিক পূর্ণ করতে পারতেন বেনজেমা। কিন্তু জর্জিনিয়ো বল ঠেকাতে না পারলে ফাঁকায় সুযোগ পেয়েও লক্ষ্যভ্রষ্ট শট নেন তিনি।  ২-১ গোলে পিছিয়ে থেকে বিরতিতে যায় অল ব্লুজরা। 

প্রথমার্ধে দুই দলই গতি ও আক্রমণ-পাল্টা আক্রমণে ছিল প্রায় সমান। ৫০ শতাংশ সময় বল দখলে রেখেছিল দুই দলই। চেলসির ২৭৪টি পাসের বিপরীতে রিয়াল খেলেছে ২৭৬ পাস। চেলসি গোলে শট নেয় ৮ বার বিপরীতে রিয়াল ৭বার। 

বিরতির পর দ্বিতীয়ার্ধে শুরুতে ৪৬ মিনিটে অভাবনীয় ভুল করেন  ২০২১ সালের ফিফা বর্ষসেরা চেলসি গোলকিপার মেন্দি। সতীর্থ ডিফেন্ডার অ্যান্টনি রুডিগারকে পাস দিতে গিয়ে বলে ঠিকমতো পা লাগাতে না পারায় বল কেড়ে নিয়ে বক্সের বাইরে থেকে হ্যাটট্রিক করেন বেনজেমা। 

এরপর রিয়াল তাদের চিরচেনা গতি কমিয়ে দেয়। পরে চেলসি একের পর এক আক্রমণ শানিয়েও আর গোলের দেখা পায়নি। ৬৯তম মিনিটে ক্রিস্টিয়ান পুলিসিকের বদলি নামা রোমেলু লুকাকু সবচেয়ে সহজ সুযোগটি মিস করেন। 

পুরো ম্যাচে বল দখল ও আক্রমণেও এগিয়ে ছিল টুখেলের দল। কিন্তু কাজের কাজ গোলের দেখা পেয়েছে মাত্র একবার। চেলসির ২০ শটের পাঁচটি ছিল লক্ষ্যে। আর রিয়াল আট শটের পাঁচটি লক্ষ্যে রেখেই ৩-১ গোলে জিতে নেয় ম্যাচ।

এ নিয়ে ঘরের মাঠে গত দুই ম্যাচে ৭ গোল হজম করল চেলসি। প্রিমিয়ার লিগে গত শনিবার (২ এপ্রিল) নিজেদের ডেরায় ব্রেন্টফোর্ডের কাছে ৪-১ ব্যবধানে হেরেছিল চেলসি।  

ঠিক এক বছর আগে স্ট্যামফোর্ড ব্রিজেই হেরে বিদায় নিতে হয়েছিল রিয়ালকে। সেই ক্ষতেই যেন প্রলেপ দিলেন ৩৪ বছর বয়সী ফরাসি তারকা করিম বেনজেমা। 

আগামী মঙ্গলবার সান্তিয়াগো বার্নাব্যুতে হবে ফিরতি লেগের লড়াই। শেষ চারের টিকিট কাটতে হলে দলটিকে সেদিন করতে হবে অন্তত দুই গোল। তবে দলের ফরোয়ারদের যা ফর্ম, তাতে লড়াইটা মোটেও সহজ হওয়ার কথা না চেলসির।

এমএম