ঢাকাঃ তুরস্কের ইস্তানবুলে ঘরের মাঠে গ্যালারি ভর্তি দর্শকের সামনে গালাতাসারাই যেমনটা শুরু চেয়েছিল সেটিই হয়েছে। ম্যাচের ২৮তম মিনিটে স্বাগতিক সমর্থকরা উচ্ছ্বাসে ভাসলেও শেষ হাসিটা ছিনিয়ে নিয়েছে জাভির বার্সেলোনা। গালাতাসারাইকে ২-১ গোলে হারিয়ে ইউরোপা লিগের কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে জর্দি আলবারা।
স্বাগতিক দল ঘরের মাঠে গ্যালারি ভর্তি দর্শকের সামনে উড়ন্ত সূচনা করে। তুরস্কের ইস্তানবুলে ৫২ হাজার দর্শকের সামনে শেষ পর্যন্ত নিজেদের ছন্দ ধরে রাখতে পারেনি গালাতাসারাই। দুই দলে প্রথম লেগ ক্যাম্প ন্যুতে গোলশূন্য ড্র হয়েছিল। বৃহস্পতিবার রাতে শেষ ষোলোর দ্বিতীয় লেগে শুরুতে পিছিয়ে পড়ার পর চমৎকার গোলে প্রথমার্ধেই সমতা টানেন স্প্যানিশ তারকা পেদ্রি।
২৮তম মিনিটে উচ্ছ্বাসে ভেসে উঠে পুরো মাঠ। গালাতাসারাইয়ের সমর্থকদের উচ্ছ্বাসে ভাসান মারকাও। ২৫ বছর বয়সী এই ব্রাজিলিয়ান ডিফেন্ডার স্বাগতিকদের হয়ে প্রথম গোল করে এগিয়ে নিয়ে যান দলকে।
স্বাগতিকদের বেশিক্ষণ এগিয়ে থাকতে দেয়নি কাতালানরা। ৯ মিনিট পরই দুর্দান্ত গোলে সমতা ফেরান পেদ্রি। প্রথমার্ধ ১-১ গোলে শেষ হয়।
দ্বিতীয়ার্ধের শুরুতেই চার মিনিটের মাথায় স্প্যানিশ ক্লাবকে লিড এনে দেন পিয়েরে-এমেরিক অবামেয়াং। ডি ইয়ংয়ের অ্যাসিস্টে গোলটি করেন অবামেয়াং। এই গোলটিই ব্যবধান গড়ে দেয় ম্যাচের।
শেষ দিকে কিছুটা উত্তেজনা ছড়িয়ে পড়ে দুই দলের খেলোয়াড়দের মাঝে। মেজাজ হারিয়ে হলুদ কার্ড দেখেন আলবা।
তুরস্ক থেকে জয় নিয়ে ফিরলেও সামনে জাভির দলের জন্য রয়েছে গুরুত্বপূর্ণ ম্যাচ। লা লিগায় আগামী রোববার এল ক্লাসিকোতে চিরপ্রতিদ্বন্দ্বী রিয়াল মাদ্রিদের বিপক্ষে তাদের মাঠে খেলতে নামবে বার্সেলোনা।
এমএম