ঢাকাঃ নতুন বছরের প্রথম দিনে মাঠে নেমেই দুর্দান্ত শুরু করেছে বাংলাদেশ দলের গতিশীল বোলাররা। শুরুতেই নিউজিল্যান্ড অধিনায়ক টম ল্যাথামকে ১ রানে ফিরিয়ে দেন পেসার শরিফুল ইসলাম। পরে এ ধাক্কা সামাল দেয় কিউই দুই ব্যাটার উইল ইয়াং এবং ডেভন কনওয়ে।
উইল ইয়াং ৪৮ ওভারের মাথায় ১৩৫ বলে ৫২ রান করে রানআউট এর শিকার হয়ে ফেরেন সাজঘরে। তবে অন্য প্রান্ত থেকে লড়ে যান কনওয়ে।
কনওয়ে নতুন বছরের প্রথম টেস্ট ম্যাচে নিজের ক্যারিয়ারের দ্বিতীয় সেঞ্চুরি হাঁকিয়েছেন। মাত্র ৩ টেস্ট খেলেই দুটি সেঞ্চুরি জমা করে ফেললেন তিনি ঝুলিতে। ১৮৬ বলে ১৪ বাউন্ডারি ও ১ ছক্কায় তিন অংকের ম্যাজিক ফিগারে পৌঁছেছেন তিনি। তার কাধে ভর করে বড় সংগ্রহের দিকে এগিয়ে যাচ্ছে নিউজিল্যান্ড।
মাউন্ট মঙ্গানুইয়ের বে ওভালে আজ বাংলাদেশ সময় ভোর ৪টায় শুরু হয়েছে এই টেস্ট ম্যাচ। নতুন বছরের শুরুতে ব্যাট হাতে নিতে চাইলেন না অধিনায়ক মুমিনুল হক, আমন্ত্রণ জানালেন প্রতিপক্ষকে। অধিনায়কের সিদ্ধান্তের সার্থকতা প্রমাণ দিতে যেন উঠেপড়ে লাগলেন তাসকিন-শরিফুল।
কেন উইলিয়ামসনের অনুপস্থিতিতে ভারপ্রাপ্ত অধিনায়ক হিসেবে খেলতে নামা লাথাম আউট হন ব্যক্তিগত ১ রান করে। শরিফুলের ফুল লেংথের বল খেলতে গিয়ে ইন সাইড এজ হয় তার। উইকেটকিপার লিটন দাসের হাতে ক্যাচ তুলে দেন লাথাম। এরপর নিউজিল্যান্ডের হাল ধরেন কনওয়ে এবং ইয়াং।
ইয়াং আউট হলে কিউইদের বিশস্ত অস্ত্র রস টেইলর নামেন। ৬৪ বলে ৩১ রান করে শরিফুল ইসলামের বোলিং বাধায় আটকে যান তিনি। টেইলর আগে এসে উপর দিয়ে ড্রাইভ শট করতে গিয়ে ব্যর্থ হয়ে ক্যাচ তুলে দেন সাদমান ইসলামের হাতে।
এ রিপোর্ট লেখার সময় ৭৩.০ ওভার শেষে নিউজিল্যান্ডের সংগ্রহ ২০২ রান। কনওয়ে অপরাজিত ১০৮ রানে। অন্যপ্রান্তে হেনরি নিকোলাস ২৪ বলে ৫ রানে ব্যাট করছেন।
আগামীনিউজ/নাসির