লজ্জার রেকর্ডে বাংলাদেশকে স্পর্শ করল ইংল্যান্ড

খেলাধুলা ডেস্ক ডিসেম্বর ২৮, ২০২১, ০১:৪৭ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ তৃতীয় টেস্টে সফরকারী ইংল্যান্ড ইনিংস ও ১৪ রানের ব্যবধানে হারের পাশাপাশি ইংল্যান্ড স্পর্শ করেছে বাংলাদেশের এক বছরে সবচেয়ে বেশি ম্যাচ হারের লজ্জার রেকর্ড। মাত্র সাত সেশনেই লড়াইতে আত্মসমর্পণ করল ইংলিশরা। মেলবোর্ন ক্রিকেট গ্রাউন্ডে আগের দিনের ৪ উইকেটে ৩১ রান নিয়ে তৃতীয় দিন সকালে ব্যাটিংয়ে নামে ইংল্যান্ড।

দলীয় স্কোরে ১২ রান যোগ হতেই ১১ করে প্যাভিলিয়নে ফেরেন আগের দিনের অপরাজিত বেন স্টোকস।

অজি বোলারদের তোপে মাত্র ২৭ ওভার চার বলে ৬৮ রানে গুটিয়ে যায় ইংলিশরা। এতে লজ্জাকর ইনিংস পরাজয়ের সঙ্গে অ্যাশেজ পুনরুদ্ধারের আশাও শেষ হয়ে যায় জো রুটবাহিনীর।

দ্বিতীয় ইনিংসে ছয়টিসহ সাত উইকেট শিকারে ম্যাচসেরা হয়েছেন স্কট বোল্যান্ড। প্রথম ইনিংসে ইংল্যান্ডের ১৮৫ রানের জবাবে ২৬৭ রান তোলে অস্ট্রেলিয়া।

আগামীনিউজ/নাসির