ঢাকাঃ নিউজিল্যান্ডের বন্দিদশা কেটেছে বাংলাদেশ দলের। সাত দিনের কোয়ারেন্টিন হয়ে দাঁড়িয়েছিল ১১ দিনের। এই বন্দিজীবন থেকে বের হয়ে মঙ্গলবার প্রথম দিনের মতো অনুশীলন করেছে টাইগাররা।
সকালে ক্রাইস্টচার্চের লিংকন ইউনিভার্সিটি মাঠে টাইগাররা হাজির হয় দলবলে অনুশীলন করতে দেখা যায়। এ সময় দেখা যায় মুশফিকুর রহিমকে বোলিং করছেন টিম ডিরেক্টর খালেদ মাহমুদ সুজন।
এ সময় খালেদ মাহমুদকে বলতে শোনা যায়, ‘নেট বোলার নেই, কী করব?’ করোনাভাইরাসের কারণে ক্রিকেটও ছোট হয়ে এসেছে। স্বাগতিক বোর্ড যেখানে সফরকারী দলের অনুশীলনের জন্য নেট বোলার দিত, এখন সেটিও নেই।
এতসব কিছু মেনে নিয়েই লম্বা সময় ধরে চলে অনুশীলন, সঙ্গে চলে আড্ডা। যেখানে দেখা যায় বেশ ফুরফুরে মেজাজেই রয়েছে দলের সবাই। প্রথম দিনের অনুশীলন খুব একটা কঠিন না হলেও হেড কোচ রাসেল ডমিঙ্গো জানিয়েছেন, ধীরে ধীরে বাড়বে অনুশীলনের কঠোরতা।
বোলিং, ব্যাটিং ও ফিল্ডিং- সব বিভাগেই অনুশীলন সেরে নেয় টিম টাইগার্স। অবশ্য এর আগেও একবার অনুশীলনে নেমেছিল বাংলাদেশ দল। তবে বৃষ্টির জন্য খোলা মাঠে নামতে পারেনি টাইগাররা। তাঁর মধ্যেই আবারও তিন দিনের কোয়ারেন্টাইনের নির্দেশনা পায় সফরকারীরা।
যাইহোক, আগামী ১ জানুয়ারী থেকে শুরু হবে স্বাগতিকদের বিপক্ষে দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথমটি। তাই তাঁর আগে এই কদিনে অনুশীলন ও দুটি প্রস্তুতি ম্যাচ খেলে নিজেরদেরকে কিছুটা হলেও ঝালিয়ে নিতে সময় পাবে মুশফিক-মোমিনুলরা।
আগামীনিউজ/নাসির