নারী বিশ্বকাপের পূর্ণাঙ্গ সূচি ঘোষণা

খেলাধুলা ডেস্ক ডিসেম্বর ১৫, ২০২১, ০৪:৪৭ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ প্রথমবারের মতো ওয়ানডে ফরম্যাটের নারী বিশ্বকাপে খেলবে বাংলাদেশ। বাছাইপর্বের লড়াই পেরিয়ে মূল পর্বে খেলার যোগ্যতা অর্জন করে এবার অপেক্ষা নিউজিল্যান্ডের বিমান ধরার।

আগামী বছরের মার্চ থেকে নিউজিল্যান্ডে অনুষ্ঠিত হতে যাওয়া বিশ্বকাপের দ্বিতীয় দিনেই মাঠে নামবে বাংলাদেশ। প্রথম ম্যাচের প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা। ৫ মার্চ ডানেডিনের ইউনিভার্সিটি ওভালে অনুষ্ঠিত হবে ম্যাচটি।

দ্বিতীয় ম্যাচ ডানেডিনে ৭ মার্চ, প্রতিপক্ষ নিউজিল্যান্ড। তৃতীয় ম্যাচ ১৪ মার্চ হ্যামিল্টনে পাকিস্তানের সঙ্গে, চতুর্থ ম্যাচ তাওরাঙ্গায় ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে ১৮ মার্চ, পঞ্চম ম্যাচ হ্যামিল্টনে ভারতের বিপক্ষে ২২ মার্চ, ষষ্ট ম্যাচ ২৫ মার্চ ওয়েলিংটনে অস্ট্রেলিয়ার বিপক্ষে। লিগের শেষ ম্যাচ ইংল্যান্ডের বিপক্ষে ২৭ মার্চ, ওয়েলিংটনে।

নারী বিশ্বকাপের সূচি দেখুনঃ

বাংলাদেশ এখন পর্যন্ত সবচেয়ে বেশি ওয়ানডে খেলেছে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে। ১৭টি ওয়ানডের ১৫টি ম্যাচে হেরেছে টাইগ্রেসরা, জয় পায় দুই ম্যাচে। এ ছাড়া পাকিস্তানের বিপক্ষে ১১ ম্যাচের ৫টিতে জয় পায় বাংলাদেশ। তবে ভারতের বিপক্ষে খেলা ৪টি ম্যাচেই হারে। তবে নিউজিল্যান্ড, ওয়েস্ট ইন্ডিজ, ইংল্যান্ড ও অস্ট্রেলিয়ার বিপক্ষে প্রথমবার খেলবে বাংলাদেশ।

৮ দলের বিশ্বকাপ হবে রবিন রাউন্ড লিগ পদ্ধতিতে। যেখানে প্রত্যেকটি দল একবার করে মুখোমুখি হবে সব দলের। পয়েন্ট তালিকায় সেরা চারে থাকা দলগুলো খেলবে সেমি-ফাইনালে।

৩১ দিনের টুর্নামেন্টে ম্যাচ হবে ৩১টি। নিউজিল্যান্ডের ৬টি ভেন্যু ডানেডিন, তাওরাঙ্গা, অকল্যান্ড, ক্রাইস্টচার্চ, ওয়েলিংটন ও হ্যামিল্টনে হবে ম্যাচগুলো। আসরের পর্দা নামবে ৩ এপ্রিল ক্রাইস্টচার্চে ফাইনাল দিয়ে।

আগামীনিউজ/নাসির