ঢাকাঃ দুই ম্যাচ সিরিজের শেষ টেস্টে সফরকারী নিউজিল্যান্ডকে ৩৭২ রানের বড় ব্যবধানে হারিয়ে, ১-০ তে সিরিজ জিতল স্বাগতিক ভারত।
এর আগে এক অবিশ্বাস্য রেকর্ড গড়েন কিউই স্পিনার এজাজ প্যাটেল। টেস্ট ইতিহাসের তৃতীয় বোলার হিসেবে এক ইনিংসে তুলে নেন ১০ উইকেট। তার পরই টনক নড়ে ভারতের। নিউজিল্যান্ডকে প্রথম ইনিংসে ৬২ রানে অল আউট করে আবার ব্যাটিংয়ে নামে কোহলির দল।
কোহলি বাহিনীর দেওয়া ৫৪০ রানের জবাবে চতুর্থ দিনে ১৬৭ রানে গুটিয়ে যায় কিউইরা। মুম্বাইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে তৃতীয় দিনের ৫ উইকেটে ১৪০ রান নিয়ে সকালে ব্যাটিংয়ে নেমে মাত্র ২৭ রান যোগ করতে সমর্থ হয় নিউজিল্যান্ড। সর্বোচ্চ ৬০ রান করেন ড্যারিল মিচেল। চারটি করে উইকেট ভাগাভাগি করেন, রবিচন্দ্রন অশ্বিন ও জয়ন্ত যাদব। এটা নিয়ে দেশের মাটিতে টানা ১৪টি টেস্ট সিরিজ জয়ের কীর্তি গড়ল ভারত।
ওয়াংখেড়েতে টসে জিতে প্রথমে ব্যাট করার সিদ্ধান্ত নেন ভারতীয় অধিনায়ক বিরাট কোহলি। প্রথম ইনিংসে ময়াঙ্ক আগরওয়ালের দুরন্ত দেড়শো রানের বদৌলতে ৩২৫ রান করে ভারত। বিশ্বের তৃতীয় বোলার হিসেবে টেস্টে এক ইনিংসে ১০ উইকেট নেন কিউয়ি স্পিনার আজাজ পাটেল। তবে তা কাজে লাগেনি। মাত্র ৬২ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের প্রথম ইনিংস। ফলো অন না করিয়ে ব্যাট করেন কোহলিরা। ৭ উইকেটে ২৭৬ রানে ডিক্লেয়ার দেয় ভারত। ৫৪০ রানের লক্ষ্য নিয়ে খেলতে নেমে ১৬৭ রানে শেষ হয়ে যায় নিউজিল্যান্ডের ইনিংস।
আগামীনিউজ/নাসির