ঢাকাঃ দেশের গণ্ডি পেরিয়ে এবার বিদেশের মাটিতে জায়গা করে নিলেন বাংলাদেশের অপ্রতিদ্বন্দ্বী নারী বডিবিল্ডার মাকসুদা আক্তার। এর আগে জাতীয় চ্যাম্পিয়নশিপ ও বঙ্গবন্ধু বাংলাদেশ গেমসে তিনি হয়েছেন চ্যাম্পিয়ন।
বিদেশের মাটিতে অভিষেকেই সাফল্য পেয়েছেন তিনি। মুম্বাইতে চলমান আইএইচএফ অলিম্পিয়া বডিবিল্ডিংয়ে অংশ নিয়ে ৩০ জনের মধ্যে হয়েছেন তৃতীয় রানার্সআপ।
ভারতের বোম্বে এক্সিবিশন সেন্টার হলে শুরুতে বাছাইপর্ব পেরিয়ে আসতে হয়েছে মাকসুদাকে। সেখানে সেরা আটে জায়গা করে নেন। এরপর ফাইনালে তৃতীয় রানার্সআপ হয়ে সন্তুষ্ট থাকতে হয়েছে।
বিদেশ থেকে এবারই প্রথম সাফল্য পেলেন মাকসুদা। অথচ বহু আগেই তিনি বডিবিল্ডিংয়ে নাম লিখিয়েছেন। ২০১৭ সালে ভারতে উচ্চতর পড়াশুনা করতে গিয়ে এক ফাঁকে জিমও শুরু করেন। এরপর করেছেন শরীর চর্চার ওপর পড়াশুনা। তারই চার বছরের মাথায় পেলেন আন্তর্জাতিক সাফল্য।
আগামীনিউজ/নাসির