সাকিব-মুস্তাফিজকে ছেড়ে দিল আইপিএল ফ্র্যাঞ্চাইজি

খেলাধুলা ডেস্ক ডিসেম্বর ১, ২০২১, ০৯:৫৮ এএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ আইপিএলের আসন্ন মৌসুমে মোট ১০টি দল অংশ নেবে। নতুন দল দুটি হলো লখনউ ও আহমেদাবাদ। এ কারণে বিসিসিআই থেকে আগেই জানিয়ে দেওয়া হয়েছিল, আগামী আসরের জন্য প্রতিটি দল মাত্র ৪ জন ক্রিকেটার ধরে রাখতে পারবে এবং বাকিদের নিলামের জন্য ছেড়ে দিতে হবে। মূলত লখনউ ও আহমেদাবাদ যেন দল গঠনের ক্ষেত্রে সবার মতো একই সুযোগ পায়, সে কারণেই এ সিদ্ধান্ত। ফলে সম্পূর্ণ নতুনভাবে শুরু হতে যাচ্ছে আইপিএলের ১৫তম আসর।

মঙ্গলবার (৩০ নভেম্বর) ছিল খেলোয়াড় রিটেইন করার শেষ সুযোগ। আর তাতে আইপিএলে খেলা বাংলাদেশি দুই ক্রিকেটার সাকিব আল হাসান ও মুস্তাফিজুর রহমানকে ছেড়ে দিয়েছে দলগুলো। অর্থাৎ, আসন্ন মৌসুমে নতুন করে নিলামে উঠতে হবে এই দুই ক্রিকেটারকে।

সর্বশেষ মৌসুমে সাকিব খেলেছিলেন কলকাতা নাইট রাইডার্সের হয়ে এবং মুস্তাফিজ রাজস্থান রয়্যালসে। নতুন নিয়মের ফলে কলকাতা তাদের দুই বিদেশি ওয়েস্ট ইন্ডিজের আন্দ্রে রাসেল ও সুনীল নারাইন এবং দুই ভারতীয় ভেঙ্কাটেশ আইয়ার ও বরুণ চক্রবর্তীকে রেখে দিয়েছে। অন্যদিকে, রাজস্থান ধরে রেখেছে অধিনায়ক স্যাঞ্জু স্যামসন, জস বাটলার ও যশস্বী জাইসওয়াল।

একনজরে দেখে নিন যাদের ধরে রেখেছে ফ্রাঞ্জাইজিগুলোঃ

চেন্নাই সুপার কিংস: রবীন্দ্র জাদেজা, মহেন্দ্র সিং ধোনি, রুটুরাজ গাইকোয়াদ ও মঈন আলি।

কলকাতা নাইট রাইডার্স: সুনীল নারাইন, আন্দ্রে রাসেল, বরুণ চক্রবর্তী ও ভেঙ্কাটেশ আইয়ার।

সানরাইজার্স হায়দরাবাদ: কেন উইলিয়ামসন, আব্দুল সামাদ ও উমরান মালিক।

মুম্বাই ইন্ডিয়ান্স: রোহিত শর্মা, জাসপ্রিত বুমরাহ, সূর্যকুমার যাদব ও কাইরন পোলার্ড।

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর: বিরাট কোহলি, গ্লেন ম্যাক্সওয়েল ও মোহাম্মদ সিরাজ।

দিল্লি ক্যাপিটালস: রিশভ পান্ট, পৃথ্বী শো, অক্ষর পেটেল ও অ্যানরিখ নরকিয়া।

রাজস্থান রয়্যালস: স্যাঞ্জু স্যামসন, জস বাটলার ও যশস্বী জাইসওয়াল।
পাঞ্জাব কিংস: মায়াঙ্ক আগারওয়াল ও আরশদ্বীপ সিং।

আগামীনিউজ/নাসির