ঢাকাঃ বেনফিকার বিপক্ষে ম্যাচ শুরুর আগে ঘরের মাঠে জয়ের পাল্লাই ছিল ভারী। কিন্তু জাভি হার্নান্দেজের বার্সেলোনা পয়েন্ট খুইয়ে এখন প্রথম রাউন্ড থেকেই বিদায়ের শঙ্কায় পড়েছে।
মৌসুম শুরু করা বার্সা চ্যাম্পিয়নস লিগের ‘ই’ গ্রুপে প্রথম ম্যাচই বায়ার্ন মিউনিখের বিপক্ষে হেরে যায়। পরের ম্যাচে একই ব্যবধানে হারে বেনফিকার কাছে। তবে পরের দুই ম্যাচ জিতে ঘুরে দাঁড়ায়। মঙ্গলবার বেনফিকার বিপক্ষে ৩ পয়েন্ট পেলেই পরের রাউন্ড নিশ্চিত হতো, সেখানে গোল শূন্য ড্র করায় কাজটি কঠিন হয়ে গেল বার্সেলোনার জন্য।
মঙ্গলবার রাতে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপপর্বের পঞ্চম ম্যাচে পুরো খেলাই বলতে গেলে আক্রমণাত্মক ফুটবল খেলেছে বার্সেলোনা। কমপক্ষে ১৪টি আক্রমণ, লক্ষ্য বরাবর ছিল তিনটি শট। কিন্তু একটিতেও মেলেনি গোল।
এই গ্রুপে ১৫ পয়েন্ট নিয়ে শীর্ষস্থানে জার্মান চ্যাম্পিয়ন বায়ার্ন। ৭ পয়েন্ট নিয়ে টেবিলের ২ নম্বরে থাকলেও স্বস্তি নেই বার্সার। ৫ পয়েন্ট নিয়ে বেনফিকা আছে তিনে। গ্রুপ পর্বের শেষ ম্যাচে বার্সা লড়বে বায়ার্নের মাঠে। বেনফিকার লড়াই ১ পয়েন্ট নিয়ে তলানিতে থাকা দিনামো কিয়েভের সঙ্গে। বার্সা যদি এ ম্যাচ হারে বা ড্র করে, অন্যদিকে দিনামো কিয়েভকে যদি বেনফিকা হারায় তবে বার্সাকে ছিটকে দিয়ে শেষ ষোলোতে ঠার সুযোগ থাকবে বেনফিকার সামনে।
আগামীনিউজ/নাসির