টাইগারদের টেস্ট দল ঘোষণা, নতুন মুখ জয়-রাজা

খেলাধুলা ডেস্ক নভেম্বর ২৩, ২০২১, ১২:১৪ পিএম
ফাইল ছবি

ঢাকাঃ আগামী ২৬ নভেম্বর চট্টগ্রামে শুরু হবে বাংলাদেশ ও পাকিস্তান দুই ম্যাচ টেস্ট সিরিজের প্রথম ম্যাচ। এই টেস্ট ম্যাচের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করছে দেশের ক্রিকেটের সবোর্চ্চ সংস্থা বিসিবি। ইনজুরির কারণে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে না থাকলেও টেস্ট স্কোয়াডে জায়গা হয়েছে বিশ্বসেরা অল-রাউন্ডার সাকিব আল হাসানের। এছাড়া নতুন মুখ হিসাবে স্কোয়াডে জায়গা হয়েছে রেজাউর রহমান রাজা ও যুব বিশ্বকাপ জয়ী ক্রিকেটার মাহমুদুল হাসান জয়।

এদিকে সর্বশেষ টেস্ট স্কোয়াড থেকে বাদ পরছেন টি-টোয়েন্টি অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ ও ফাস্ট বোলার শরিফুল ইসলাম। আর হাতের ইনজুরির কারণে শেষ সময়ে টেস্ট স্কোয়াড থেকে বাদ পরেছে ফাস্ট বোলার তাসকিন আহমেদ। এছাড়া তামিমকেও রাখা হয়নি এই স্কোয়াডে।

প্রথম টেস্টের জন্য বাংলাদেশ স্কোয়াডঃ

মুমিনুল হক (অধিনায়ক), সাদমান ইসলাম, সাইফ হাসান, নাজমুল হোসেন শান্ত, মুশফিকুর রহিম, লিটন কুমার দাস, নুরুল হাসান সোহান, মেহেদি হাসান মিরাজ, নাইম হাসান, তাইজুল ইসলাম, এবাদত হোসেন চৌধুরী, আবু জায়েদ রাহি, ইয়াসির আলি রাব্বি, মাহমুদুল হাসান জয়, রেজাউর রহমান রাজা ও সাকিব আল হাসান (ফিটনেসের ওপর নির্ভরশীল)।

আগামীনিউজ/নাসির