হোয়াইটওয়াশ ঠেকানো গেল না

ক্রীড়া ডেস্ক নভেম্বর ২২, ২০২১, ০৫:৪৭ পিএম
ছবি: আগামী নিউজ

ঢাকা: নিশ্চিত হেরে যাওয়া ম্যাচেও শেষ ওভারে কিঞ্চিত জয়ের স্বপ্ন দেখেছিল বাংলাদেশ। শেষ ওভারে জয়ের জন্য পাকিস্তানের প্রয়োজন ছিল মাত্র ৮ রান।

ইনিংসের শেষ ওভারের প্রথম তিন বলে দুই উইকেট শিকার করে বাংলাদেশকে আশান্বিত করেন অধিনায়ক মাহমুদউল্লাহ রিয়াদ। তিন বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ৮ রান। চতুর্থ বলে ছক্কা হাঁকিয়ে ম্যাচ পাকিস্তানের ফেবারে নিয়ে যান ইফতেখার আহমেদ। পঞ্চম বলে ক্যাচ তুলে দিয়ে ফেরেন তিনি। 

শেষ বলে পাকিস্তানের প্রয়োজন ছিল ২ রান। নতুন ব্যাটসম্যান মোহাম্মদ নওয়াজ শেষ বাউন্ডারি হাঁকিয়ে দলের জয় নিশ্চিত করেন।

তিন টি-টোয়েন্টি সিরিজের শেষ ম্যাচে ৫ উইকেটে হারল টাইগাররা। সেই সঙ্গে বাবর আজমদের হাতে হোয়াইটওয়াশের লজ্জায় ডুবল বাংলাদেশ।

জয়ের জন্য ৬ বলে পাকিস্তানের দরকার ছিল ৮ রান। অধিনায়ক মাহমুদউল্লাহ দায়িত্বটা নিলেন নিজ কাঁধে। বোলিংয়ে এসে প্রথম বল ডট দেওয়ার পরের দুই বলে সরফরাজ আহমেদ ও হায়দার আলীকে ফেরান তিনি।

পরের বলে ইফতিখার আহমেদ এসেই ছক্কা মেরে সমীকরণটা সহজ করে ফেলেন। কিন্তু পঞ্চম বলেই তিনি ক্যাচ তুলে দেন ইয়াসির আলীর হাতে। শেষ বলে দরকার হয় ২ রানের। কিন্তু মোহাম্মদ নওয়াজ চার মেরে পাকিস্তানকে এনে দেন নাটকীয় জয়।

বাংলাদেশের দেওয়া ১২৫ রানের লক্ষ্য তাড়ায় ৫ উইকেটে ১২৭ রান করে জয় তুলে নেয় পাকিস্তান। তার আগে বাংলাদেশ ৭ উইকেটে করে ১২৪ রান।

সংক্ষিপ্ত স্কোর

বাংলাদেশ: ২০ ওভারে ১২৪/৭ রান (মোহাম্মদ নাঈম শেখ ৪৭, শামিম হোসেন ২২, আফিফ হোসেন ২০, মাহমুদউল্লাহ রিয়াদ ১৩; মোহাম্মদ ওয়াসিম ২/১৫, ওসমান কাদির ২/৩৫)।

পাকিস্তান: ২০ ওভারে ১২৭/৫ রান (হায়দার আলী ৪৫, মোহাম্মদ রিজওয়ান ৪০, বাবর আজম ১৯)।

আগামীনিউজ/ হাসান