ঢাকাঃ টি-টোয়েন্টি ক্রিকেটে নতুন চ্যাম্পিয়ন পেতে যাচ্ছে বিশ্ব। রোববার দুবাই ইন্টারন্যাশনাল স্টেডিয়ামে শিরোপার লড়াইয়ে মুখোমুখি হবে দুই প্রতিবেশি অস্ট্রেলিয়া ও নিউজিল্যান্ড। অথচ বিশ্বকাপের ঠিক আগে এই দুটি দেশ বাংলাদেশে এসে টাইগারদের কাছে টি-টোয়েন্টি সিরিজ হেরেছিল। সেই দলটির অধিকাংশ খেলোয়াড়ই অস্ট্রেলিয়ার বিশ্বকাপ স্কোয়াডে আছে।
যদিও বাংলাদেশের কাছে পরাজিত নিউজিল্যান্ড দলের কোনো সদস্যই তাদের বিশ্বকাপ স্কোয়াডে নেই। বাংলাদেশের কাছে ৪-১ ব্যবধানে সিরিজ হেরেছিল অজিরা। এর আগে ওয়েস্ট ইন্ডিজের কাছেও পরাজিত হয়েছিল তারা। এদিকে, অজি কোচ জাস্টিন ল্যাঙ্গার জানিয়েছেন, মিরপুরে টাইগারদের কাছে সিরিজ হারের কারণেই অস্ট্রেলিয়া বিশ্বকাপের ফাইনালে। শিরোপা থেকে মাত্র এক ধাপ দূরে। ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের কাছে সিরিজ হার তার দলের গভীরতা বাড়িয়েছে।
সংবাদমাধ্যমের সঙ্গে আলাপকালে তিনি বলেন, ‘ওয়েস্ট ইন্ডিজ ও বাংলাদেশের বিপক্ষে সিরিজে আমাদের ফর্ম যেভাবে থাকার কথা তা থাকেনি। অবশ্য এর পেছনে কারণও ছিল। তবে দলের ওপর এবং খেলোয়াড়দের প্রস্তুতিতে আস্থা ছিল। অজি ক্রিকেট এবং আমাদের দলের গভীরতা বাড়ানোর জন্য এই দুটি সফর সফর অনেক ভূমিকা রেখেছে।’
আগামীনিউজ/শরিফ