‘মান রক্ষার’ ম্যাচে ৭৩ রানেই শেষ বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক নভেম্বর ৪, ২০২১, ০৫:৫৪ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ টি-টোয়েন্টি বিশ্বকাপে ব্যর্থতার ষোলোকলা পূর্ণ করেই বোধ হয় দেশে ফেরার পণ করেছে বাংলাদেশ ক্রিকেট দল। সেমিফাইনালের স্বপ্ন তো শেষ আগেই। একের পর এক লজ্জার রেকর্ড গড়তেও পিছপা হচ্ছে না টাইগাররা।

আগের ম্যাচে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে মাত্র ৮৪ রানে গুটিয়ে গিয়েছিল মাহমুদউল্লাহ রিয়াদের দল। যেটা ছিল দেশের টি-টোয়েন্টি ইতিহাসে তৃতীয় সর্বনিম্ন সংগ্রহ।

এবার অস্ট্রেলিয়া আরও বড় লজ্জা দিলো বাংলাদেশকে। ৫ ওভার বাকি থাকতেই ইনিংস গুটিয়ে দিলো ৭৩ রানে। এটি টি-টোয়েন্টিতে টাইগারদের দ্বিতীয় সর্বনিম্ন দলীয় সংগ্রহের রেকর্ড।

টস হেরে ব্যাটিংয়ে নেমে বরাবরের মতো শুরুতেই ধাক্কা খায় বাংলাদেশ। অস্ট্রেলিয়ার বিপক্ষেও ওপেনিং জুটি দাঁড়াতেই পারেনি। 

ধসের শুরুটা সেই ইনিংসের গোড়া থেকেই। ইনিংসের তৃতীয় বলেই মিচেল স্টার্কের বলে প্লেড অন হয়ে ফেরেন লিটন, রানের খাতা খুলতে পারেননি তিনি। এরপর তার পথ ধরেন সৌম্য। তিনিও বিদায় নেন সেই প্লেড অনের ফাঁদে পড়েই। এর পরের ওভারে মুশফিকও বিদায় নেন ১ রানে। ১০ রানে তিন উইকেট হারিয়ে বাংলাদেশ তখন রীতিমতো কাঁপছে। 

সেই যে কাঁপুনির শুরু, তা শেষ হলো না ইনিংসের শেষ পর্যন্ত। 

সংক্ষিপ্ত স্কোর
বাংলাদেশ: ১৫ ওভারে ৭৩/১০ রান (শামিম হোসেন ১৯, নাঈম শেখ ১৭, মাহমুদউল্লাহ ১৬; অ্যাডাম জাম্পা ৫/১৯, জশ হ্যাজলউড ২/৮, মিচেল স্টার্ক ২/২১)।

আগামীনিউজ/বুরহান