ঢাকাঃ টি-টোয়েন্টি বিশ্বকাপের চলতি আসরে দুর্দান্ত খেলছে ইংল্যান্ড। সুপার টুয়েলভের প্রথম তিন ম্যাচে জিতে সেমিফাইনালের পথে এক ধাপ এগিয়ে ইয়ন মরগানরা। অন্যদিকে বাংলাদেশকে হারিয়ে উড়ন্ত সূচনা করলেও পরের দুই ম্যাচ হেরে সেমিফাইনালের স্বপ্ন ধূসর প্রায় শ্রীলঙ্কার।
সংযুক্ত আরব আমিরাতের শারজায় সোমবার (১ নভেম্বর) রাত আটটায় ইংলিশদের মোকাবেলায় মাঠে নামবে লঙ্কানরা।
শ্রীলঙ্কার বিদায় মোটামুটি নিশ্চিত হয়েই আছে। অন্যদিকে আজ জিতলে ইংল্যান্ডের সেমিফাইনালও প্রায় নিশ্চিত হয়ে যাবে। সুপার টুয়েলভের এক নম্বর গ্রুপে পয়েন্ট তালিকায় শীর্ষে আছে ইংল্যান্ড। রানরেটেও অনেকদূর এগিয়ে তারা। দক্ষিণ আফ্রিকা দুইয়ে এবং অস্ট্রেলিয়া তিনে অবস্থান করছে। দুই দলেরই সংগ্রহ চার পয়েন্ট করে। আজ ইংল্যান্ড জিতলে সেমিফাইনালে যাওয়ার লড়াই হবে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যে। দক্ষিণ আফ্রিকা পরের দুই ম্যাচ খেলবে বাংলাদেশ ও ইংল্যান্ডের বিপক্ষে।
আগামীনিউজ/নাসির