সাফে বিকেলে শ্রীলঙ্কার বিপক্ষে লড়বে বাংলাদেশ

ক্রীড়া ডেস্ক অক্টোবর ১, ২০২১, ০৩:১১ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ মালদ্বীপের সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ শুরু হচ্ছে আজ। উদ্বোধনী দিনে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা। রাজধানী মালের আন্তর্জাতিক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হবে বিকেল ৫টায়। টি স্পোর্টস খেলাটি সরাসরি সম্প্রচার করবে।

গত চারটি আসরে গ্রুপ পর্ব থেকে ছিটকে পড়া লাল সবুজের দল এবার ফাইনাল খেলার স্বপ্ন দেখছে। শুক্রবার সেই মিশনের পথচলা শুরু জামাল ভূঁইয়াদের নতুন কোচ স্প্যানিশ অস্কার ব্রুজোনের হাত ধরে।

এদিকে, ম্যাচের আগে দুঃসংবাদ পেয়েছে বাংলাদেশ। জ্বরের কারণে লঙ্কানদের বিপক্ষে খেলতে পারবেন না মাঝমাঠের নির্ভরতার প্রতীক সোহেল রানা।
 
তবে এ নিয়ে সমস্যা নেই অস্কারের, ‘সোহেলের বিকল্প আমাদের রয়েছে। আমরা ম্যাচের দিকেই নজর রাখছি।’

শিষ্যদের ৪-৩-৩ ফরমেশনে খেলাতে চান কোচ অস্কার ব্রুজোন। এই ফরমেশনে অ্যাটাকিং মিডফিল্ডার হিসেবে সোহেল গুরুত্বপূর্ণ ছিলেন। সোহেল সম্পর্কে অধিনায়ক জামাল ভূঁইয়া বলেন, ‘সে অবশ্যই ভালো খেলোয়াড়। তবে তার জায়গা নেয়ার মতো খেলোয়াড় আমাদের রয়েছে।’

অন্যদিকে নিজেদেরকে আন্ডারডগই মনে করছেন শ্রীলঙ্কার বসনিয়ান কোচ আমির আলগিক। তার কথায়, ‘আমার কয়েকজন তরুণ খেলোয়াড়রা রয়েছে। এই তরুণ খেলোয়াড়রা এই টুর্নামেন্টের মাধ্যমে নিজেদের তৈরি করবে।’

শ্রীলঙ্কা দলে প্রবাসী ফুটবলার রয়েছে। ফুটবল সংশ্লিষ্টদের ধারণা, এই প্রবাসী ফুটবলাররা বাংলাদেশের বিপক্ষে ম্যাচের পার্থক্য গড়ে দিতে পারেন। এই প্রবাসীদের নিয়েও উচ্চাশা প্রকাশ করেননি লঙ্কান কোচ,‘ ডিলান ( প্রবাসী ফুটবলার) মাত্র দলের সঙ্গে যোগ দিয়েছে গতকাল (বুধবার)। মাঝে অনুশীলনে সে ছিল না। মেসি বা যত বড় ফুটবলারই হোক, অনুশীলনে না থাকলে ভালো খেলা কঠিন।’

সাফে দু'বার শ্রীলঙ্কার মুখোমুখি হয়েছে বাংলাদেশ। যেখানে ১টি করে জয়ে সমতায় দু'দল। যদিও সবশেষ ৬ দেখায় ৪টিতেই জিতেছে বাংলাদেশ। 

আগামীনিউজ/নাসির