ঢাকাঃ লিগ ওয়ানের ম্যাচে নিজেদের জয়ের ধারা অব্যাহত রেখেছে প্যারিস সেইন্ট জার্মেই। পিছিয়ে পড়েও এদিন ২-১ গোলে মেসি-নেইমার-এমবাপ্পের দল হারিয়েছে লিঁও কে।
পিএসজির হয়ে ঘরের মাঠে অভিষেক ম্যাচেও গোল কিংবা অ্যাসিস্ট কিছু পাননি আর্জেন্টাইন তারকা লিওনেল মেসি। তাই এ তারকার জাদু দেখতে অপেক্ষাই বাড়লো দর্শকদের।
পার্ক দে প্রিন্সেসে ম্যাচের প্রথমার্ধে মেসি গোল করার বেশ কিছু সুযোগ হারান। ফ্রিকিক থেকে তার শট ক্রসবারে প্রতিহত হয়। উল্টো ৫৪ মিনিটে লুকাস পাকুয়েটার গোলে লিড নেয় লিঁও। ৬৬ মিনিটে প্রতিপক্ষের ডি বক্সে ফাউলের শিকার হন নেইমার। যেখানে স্পট কিক থেকে দলকে সমতায় ফেরান তিনি নিজেই। ৭৬ মিনিটে মেসিকে আর ৮২ মিনিটে ডি মারিয়াকে উঠিয়ে নেন কোচ পচেত্তিনো। ম্যাচের অতিরিক্ত সময়ে ডি মারিয়ার বদলি হিসেবে নামা আরেক আর্জেন্টাইন ইকার্দি ত্রাতা হয়ে এলে হাফ ছেড়ে বাঁচে পিএসজি।
এই জয়ে টানা ৬ ম্যাচ জিতে ১৮ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষস্থান আরো পোক্ত করলো ফরাসি চ্যাম্পিয়নরা।