ঢাকা: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে (আইপিএল) সংযুক্ত আরব আমিরাতের অংশে কলকাতা নাইট রাইডার্সের হয়ে খেলতে দেশ ছাড়লেন বাংলাদেশের সেরা অলরাউন্ডার সাকিব আল হাসান।
দুবাইয়ের উদ্দেশ্যে রোববার রাত পৌনে দুইটায় ঢাকা ছাড়েন সাকিব।
ভারতে করোনা বেড়ে যাবার কারনে গত ২ মে আইপিএলের চর্তুদশ আসর মাঝপথে স্থগিত হয়। তখন ২৯টি ম্যাচ হয়েছিলো। আগামী ১৯ সেপ্টেম্বর থেকে সংযুক্ত আরব আমিরাতে আবারও শুরু হচ্ছে আইপিএলের বাকী অংশ। যা শেষ হবে ১৫ অক্টোবর।
স্থগিত হওয়া আইপিএলের প্রথম অংশে তিনটি ম্যাচ খেলছিলেন সাকিব। ঐ ম্যাচগুলোতে ব্যাট হাতে ৩৮ রান ও বল হাতে ২ উইকেট নেন তিনি।
আগামী ২০ সেপ্টেম্বর আবু ধাবিতে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুর বিপক্ষে খেলতে নামবে সাকিবের কলকাতা।
এখন অবধি ৭ ম্যাচে ২ জয় ও ৫ হারে ৪ পয়েন্ট নিয়ে টেবিলের সপ্তম স্থানে আছে কলকাতা।