অভাবের সংসারে আশা দেখাচ্ছে লেগ স্পিনার বিপ্লব

মশিউর রহমান শাওন আগস্ট ১৯, ২০২১, ১০:০৭ পিএম
ছবিঃ সংগৃহীত

ঢাকাঃ বাংলাদেশ ক্রিকেটে বড্ড অভাব লেগ স্পিনারের ৷ টেস্ট, ওডিআই কিংবা সংক্ষিপ্ত ফরম্যাট যেটাই বলা  হোক না কেন চ্যাম্পিয়ন দলের অবিচ্ছেদ্য অংশ একজন লেগ স্পিনার ৷ দলের অনূকূল সময়ের মত প্রতিকূল সময়েও জয়ের স্বাদ এনে দিতে মূখ্য ভূমিকা পালন করে এ জাতীয় স্পিনার ৷ 

বলা হয়ে থাকে একজন লেগ স্পিনার একটি দলের বিপদে ত্রাণকর্তা ৷ দলের দূর্যোগে অভিভাবকের দায়িত্ব পালন করতে দেখা যায় তরুন রশিদ,চাহাল,ইয়াদব থেকে শুরু করে অভিজ্ঞতায় ভরপুর মিশরা,ইয়াসির আলী,তাহিরকে ৷ বল হাতে জাদু দেখিয়ে বিজয়ের হাসি নিয়ে মাঠ ছাড়তে পটু লেগ স্পিনাররা ৷ 

বাংলাদেশ ক্রিকেটে আশা দেখিয়েছিল জুবায়ের হোসেন লিখন ৷ ত্রাণকর্তা হওয়ার চেষ্ঠা করলেও যথা নিয়মে প্রতিভাবান তকমা শরীরে লাগিয়ে হারিয়ে গেছে খুব দ্রুত৷ দেশের লেগ স্পিনারের অভাব পূরনে নতুন নাম আমিনুল ইসলাম বিপ্লব ৷ হাত ঘুরিয়ে ঘরোয়া থেকে জাতীয় পর্যায়ে নিজেকে মেলিয়ে ধরেছে দারুন ভাবে ৷ জাতীয় দলে থিতু হতে কতটুকু পারবে তা সময়ে বোঝা যাবে ৷ তবে সমসাময়িককালে লেগ স্পিনারের অভাব পূরনে আশার আলো দেখাচ্ছে আমিনুল ইসলাম বিপ্লব ৷ 

২১ বয়সী তরুন লেগ-ব্রেক বোলার আন্তর্জাতিক পর্যায়ে ৭ ম্যাচে ১৭৬ রান খরচে  তুলেছে ১০ উইকেট ৷ ভারতের বিপক্ষে প্রথমবারের মত টি-টুয়েন্টিতে বাংলাদেশের জয়ে অনবদ্য ভূমিকা পালন করেছিল তরুন এই ডানহাতি লেগ স্পিনার ৷ মায়াবি গুগলিতে তুলে নেন ৩ উইকেট ৷ তাই আশা করা যায় যথেষ্ট পরিচর্যার মাধ্যমে ক্রিকেট ময়দানে টিকে থাকবে বিপ্লব ৷ বোলিংয়ে বিপ্লবের মাধ্যমে দলের জয়ে দারুন ভূমিকা রাখতে সক্ষম হবে ৷ দেশের ক্রিকেটে দূর হবে লেগ স্পিনারের অভাব ৷