দ্বিতীয় কিস্তিতে চাপে ইংল্যান্ড, এগিয়ে ভারত

খেলাধুলা ডেস্ক আগস্ট ১৪, ২০২১, ০৯:০৬ এএম

ঢাকাঃ দুর্দান্ত স্পেলে দ্বিতীয় দিনের শেষে স্বস্তিজনক জায়গায় ভারত। আপাতত ২৪৫ রানে পিছিয়ে ইংল্যান্ড। ব্যাট হাতে গোটা ক্রিকেট বিশ্বকে মুগ্ধ করেছেন কেএল রাহুল। এবার বল হাতে তুলে নিয়ে ভারতকে অক্সিজেন জোগালেন মহম্মদ সিরাজ।

চোখের নিমেষে যেন শেষ হয়ে গিয়েছিল নটিংহ্যাম টেস্ট। বৃষ্টি, খারাপ আলো, মেঘলা আকাশের ফাঁকে ম্যাচের দেখাই মেলেনি ঠিকঠাক। দর্শকদের সেই আক্ষেপই যেন মেটাচ্ছে লর্ডস। টেস্ট কেরিয়ারের ষষ্ঠ সেঞ্চুরিটি হাঁকান কেএল রাহুল।

শুধু শতরান করা নয়, তার নির্ভরযোগ্য ব্যাটিং নীরবে বলে দিচ্ছিল, তরুণ প্রজন্মও টেস্টের মাহাত্ম্য বোঝে। ম্যাচের প্রথম দিন রোহিত ও কোহলির সঙ্গে জুটি বেঁধে স্মরণীয় একটি ইনিংস উপহার দেন ভারতীয় ওপেনার। তবে শুক্রবার রবিনসনের ডেলিভারিতে ক্যাচ তুলে শুরুতেই ফেরেন প্যাভিলিয়নে রাহুল। তার নামের পাশে তখন জ্বলজ্বল করছে ১২৯ রান। এরপর স্কোরবোর্ডে আরও খানিকটা রান যোগ করেন অলরাউন্ডার জাদেজা।

চলতি সিরিজ যেন নতুন করে টেস্টে জাদেজাকে আবিষ্কার করছে। প্রথম টেস্টের পর এবারও ব্যাট হাতে ভরসা জোগান তিনি।  ৪০ রান করে দলকে সাড়ে ৩৫০-র গণ্ডি পার করান। তবে প্রথম দিন দেখে যে বিরাট স্কোরের আভাস মিলেছিল, তেমনটা হলো না। ৩৬৪ রানেই শেষ হয় ভারতের প্রথম ইনিংস।

ইংল্যান্ডের বিরুদ্ধে লন্ডনে বৃহস্পতিবার সিরিজের দ্বিতীয় টেস্ট ম্যাচ খেলতে নামে ভারতীয় ক্রিকেট দল। টস জিতে কোহলিদের প্রথমে ব্যাট করতে পাঠানোর সিদ্ধান্তটা যেমন জো রুটদের পক্ষে যায়নি, তেমন ব্যাট করতে নেমেও শুরুতেই অস্বস্তিতে পড়তে হলো ইংল্যান্ডকে।