বিশ্বসেরা অলরাউন্ডারের মুকুট আবারও সাকিবের

খেলাধুলা ডেস্ক আগস্ট ১১, ২০২১, ০৩:০৭ পিএম

ঢাকাঃ টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে সাকিব শীর্ষে ফিরলেন। ২০১৭ সালের অক্টোবরে শেষ টি-টোয়েন্টি অলরাউন্ডার র‌্যাংকিংয়ে শীর্ষে ছিলেন সাকিব। তিন বছরেরও বেশি সময় পর নিজের চেয়ার ফিরে পেলেন বাঁহাতি স্পিন অলরাউন্ডার।  

অস্ট্রেলিয়ার বিপক্ষে ব্যাটিংয়ে ১১৪ রান ও বল হাতে ৭ উইকেট নিয়ে সিরিজসেরা নির্বাচিত হন সাকিব। এর আগে জিম্বাবুয়ে সফরেও তার পারফরম্যান্স ছিল ঈর্ষণীয়। শীর্ষস্থান ফিরে পেতে সাকিব পেছনে ফেলেন মোহাম্মদ নবীকে। ২৮৬ রেটিং পয়েন্ট নিয়ে সাকিব শীর্ষে আছে। ১ রেটিং পয়েন্ট কম নিয়ে দুইয়ে আছেন আফগানিস্তানের সাবেক অধিনায়ক।

সীমিত পরিসরে দুই ফরম্যাটে সাকিব এখন অলরাউন্ডারে র‌্যাংকিংয়ে শীর্ষে রয়েছেন। টেস্টে সাকিব রয়েছেন পাঁচ নম্বরে। এছাড়া ব্যাটিংয়ে তিনধাপ এগিয়ে ৫৩তম এবং বোলিংয়ে ছয়ধাপ এগিয়ে দ্বাদশ স্থানে পৌঁছেছেন বাংলাদেশ ক্রিকেটের সবচেয়ে বড় বিজ্ঞাপন।    

এদিকে মোস্তাফিজুর রহমান ২০ ধাপ এগিয়ে বোলিং র‌্যাংকিংয়ে সেরা দশে জায়গা পেয়েছেন।বাঁহাতি পেসার অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানদের হয়ে উঠেছিলেন ভয়ংকর। তাকে খেলতেই পারছিলেন না ম্যাথু ওয়েড, শন মার্শ, অ্যাস্টন টার্নাররা। তার দুর্বোধ্য কাটার ও ধ্রুপদী স্লোয়ার বারবার বিভ্রান্ত হন ব্যাটসম্যানরা।

৫ ম্যাচে ৭ উইকেট নিয়েছেন তিনি। বোলিং করেছেন ১৭ ওভারে। খরচ করেছেন মাত্র ৬০ রান। তার বোলিং গড় ছিল ৮.৫৭, ইকোনমি ৩.৫২। পাঁচ ম্যাচ সিরিজে ১৭ ওভার অর্থ্যাৎ ১০২ বল করেছেন। যেখানে ৫৮ বলই ছিল ডট। বোলিং এতোটাই কার্যকরী ছিল যে র‌্যাংকিংয়েও বিশাল লাফ দিয়েছেন। ৩০ থেকে সোজা চলে এসেছেন দশম স্থানে।

এছাড়া নাসুম আহমেদ ১০৩তম স্থান থেকে ৩৭ ধাপ এগিয়ে ৬৬তম স্থানে এসেছেন। এক ম্যাচ খেলার সুযোগ পাওয়া সাইফ উদ্দিন এগিয়েছেন ২৬ ধাপ। তার অবস্থান ৪৩তম স্থানে।