টাইগারদের জয়কে ‘অঘটন’ বলছে ভারতীয় গণমাধ্যম

ক্রীড়া ডেস্ক আগস্ট ৫, ২০২১, ০১:০৮ পিএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ অস্ট্রেলিয়ার বিপক্ষে টানা দুইটি টি-টোয়েন্টি ম্যাচে জিতে ইতোমধ্যে সিরিজ জয়ের দারপ্রান্তে চলে গেছে বাংলাদেশ। বাকি তিন ম্যাচের আর একটিতে জিততে পারলেই হয়ে যাবে নতুন ইতিহাস।

তবে ভারতীয় গণমাধ্যমগুলোতে নেতিবাচকভাবে বাংলাদেশের জয়ের সংবাদ প্রকাশিত হচ্ছে । টানা দুই জয়কে বাংলাদেশের জন্য ভাগ্য আর অঘটন বলে উল্লেখ করছে তারা।

কলকাতার আনন্দবাজার পত্রিকা তাদের শিরোনামে লিখেছে – ‘ফের অঘটন, দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচেও অস্ট্রেলিয়াকে হারাল বাংলাদেশ’। মূলত ‘অঘটন’শব্দটি উল্লেখ করে অস্ট্রেলিয়ার হেরে যাওয়াটিকে আপসেট হিসাবে দেখানো হয়েছে। প্রশ্ন তোলা হয়েছে বাংলাদেশের ম্যাচ জয়ের সক্ষমতা নিয়েও৷ 

ভারতীয় আরেকটি গণমাধ্যমে লেখা হয়েছে- ‘দুর্বল শক্তির অস্ট্রেলিয়ার বিপক্ষে পূর্ণশক্তির বাংলাদেশের জয় প্রত্যাশিতই ছিল’।

অস্ট্রেলিয়া দলে স্মিথ, ম্যাক্সওয়েল এবং ওয়ার্নার না আসার কথা উল্লেখ করা হয়েছে। তবে বাংলাদেশের সেরা দুই ব্যাটসম্যান তামিম ইকবাল ও মুশফিকুর রহিম এবং লিটন দাসের না খেলার কোনো তথ্য গণমাধ্যমটি উল্লেখই করেনি।