টি-টোয়েন্টি সিরিজ

অঘোষিত ফাইনালে বিকেলে মাঠে নামবে টাইগাররা

ক্রীড়া ডেস্ক জুলাই ২৫, ২০২১, ১০:৪০ এএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ একমাত্র টেস্টে জয়ের পর জিম্বাবুয়েকে ওয়ানডেতে হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে দুদলের মধ্যে এখন ১-১ ব্যবধানে সমতা। যে কারণে সিরিজের তৃতীয় ও সর্বশেষ ম্যাচটি পরিণত হয়েছে অঘোষিত ফাইনালে।

সেই অঘোষিত ফাইনাল জয়ের লক্ষ্যে আজ রবিবার (২৫ জুলাই) রোডেশীয়দের মুখোমুখি হবে মাহমুদউল্লাহ রিয়াদ বাহিনী। হারারে স্পোর্টস ক্লাবে দুদলের ম্যাচটি অনুষ্ঠিত হবে বিকাল সাড়ে ৪টায়, যা সরাসরি দেখাবে গাজী টিভি ও টি স্পোর্টস চ্যানেল।

প্রথম টি-টোয়েন্টিতে জিম্বাবুয়ের বিপক্ষে হেসে খেলে ৮ উইকেটে জিতেছিল বাংলাদেশ। ফলে টাইগারপ্রেমীদের অনেকেই ভেবেছিলেন দ্বিতীয় ম্যাচেও জয় পাবে রাসেল ডমিঙ্গোর শিষ্যরা।

কিন্তু ব্যাটিং ব্যর্থতায় জয় থেকে ২৪ রান দূরে থাকতেই অলআউট হয়ে যায় টাইগার বাহিনী। প্রথমে ব্যাট করে ১৬৬ রান সংগ্রহ করা জিম্বাবুয়ে জয় পায় ২৩ রানে। ওয়েসলে মেধভেরে ৭৩ রানের ইনিংস খেলে হন ম্যাচ সেরা।

অপরদিকে বাংলাদেশের হয়ে সবচেয়ে বড় ইনিংসটি খেলেন অভিষিক্ত শামিম পাটোয়ারি। মাত্র ১৩ বলে ভয়ডরহীন ভঙ্গিতে ২৯ রানের ইনিংস খেলেন ২০ বছর বয়সি তারকা। তার ইনিংসে ছিল ৩টি পাঁচ ও ২টি ছয়ের মার।

দ্বিতীয় টি-টোয়েন্টিতে যেসব ভুল করেছে আজকের ম্যাচে আর সেসবের পুনরাবৃত্তি করতে চায় না বাংলাদেশ। এ সম্পর্কে টি-টোয়েন্টি দলপতি মাহমুদউল্লাহ রিয়াদ গতকাল বলেন, ‘একটা ম্যাচ আছে, ফাইনাল ম্যাচ হিসেবেই খেলব। ম্যাচ জেতার সর্বোচ্চ চেষ্টা করব।’

‘টি-টোয়েন্টি ক্রিকেটে এমন হয়। ভুল করে ফেললে ফিরে আসা কঠিন হয়ে যায়। পরের ম্যাচে এই ভুলের যেন পুনরাবৃত্তি না হয় সেই লক্ষ্যই থাকবে।’

উল্লেখ্য, জিম্বাবুয়ের বিপক্ষে বাংলাদেশ এখন পর্যন্ত টি-টোয়েন্টি খেলেছে ১৫টি, যেখানে বাংলাদেশের জয় ১০টি ও জিম্বাবুয়ের জয় ৫টি। দুদল এর আগে পাঁচটি টি-টোয়েন্টি সিরিজেও একে অপরের মুখোমুখি হয়েছে।

বাংলাদেশ জিতেছে দুইটি, ড্র হয়েছে তিনটি। হারারেতে কখনো সিরিজ জিততে পারেনি বাংলাদেশ। মাহমুদউল্লাহ রিয়াদরা নিশ্চয়ই আজ সেই সুযোগটি হাতছাড়া করতে চাইবেন না।