ঢাকা: জিম্বাবুয়ের বিপক্ষে প্রথম ওয়ানডেতে ব্যাট করছে বাংলাদেশ। এ ম্যাচে টস জিতে জিম্বাবুয়ের অধিনায়ক ব্রেন্ডন টেইলর বাংলাদেশকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানিয়েছেন। শুক্রবার (১৬ জুলাই) হারারেতে বাংলাদেশ সময় দুপুর দেড়টায় ম্যাচটি শুরু হয়েছে।
প্রথমে ব্যাট করতে নেমে শুরুতেই তামিম ইকবালকে হারাল বাংলাদেশ।
তৃতীয় ওভারের প্রথম বলে উইকেটের পেছনে ক্যাচ দেন তিনি। পেসার মুজারাবানির লাফিয়ে উঠা বলে কাট করতে গিয়ে ক্যাচ দেন তামিম।
বিদায়ের আগে ৭ বল খেললেও কোনও রান করতে পারেননি বাংলাদেশের অধিনায়ক। এমনকি, প্রথম দুই ওভারে বাংলাদেশ কোনো রান তুলতে পারেনি। তৃতীয় ওভারের প্রথম বলে উইকেট হারিয়ে ব্যাকফুটে বাংলাদেশ।
শেষ ১৬ ওয়ানডেতে জিম্বাবুয়ের বিপক্ষে কোনো ম্যাচ হারেনি বাংলাদেশ। তবে এই ১৬টি ম্যাচই বাংলাদেশ খেলেছে দেশের মাটিতে। এবার হারারেতে কঠিন পরীক্ষা দিতে হবে বাংলাদেশ।
এদিকে পরিসংখ্যান বলছে, হারারেতে এর আগে ২০১১ সালে তিন ওয়ানডে খেলেছিল বাংলাদেশ। বাংলাদেশ ম্যাচ হেরেছিল সবকয়টি। শুক্রবার (১৬ জুলাই) হারারেতে বাংলাদেশ জয়ের খাতা খুলতে পারে কিনা সেটাই দেখার বিষয়।