মেসিকে নিয়ে চিন্তিত নন ব্রাজিলের কোচ

ডেস্ক রিপোর্ট জুলাই ১০, ২০২১, ১১:২২ পিএম
ছবিঃ সংগ্রহিত

ঢাকাঃ প্রতিপক্ষের জন্য সব সময়ই এক আতঙ্ক আর্জেন্টিনার লিওনেল মেসি। কোপা আমেরিকার ফাইনালেও আলাদা নজর থাকবে তার উপর। ব্রাজিল দলের গেম প্ল্যানে অনেকটা অংশ জুড়েই থাকবে মেসি তা নিঃসন্দেহে বলা যায়। তবে, মেসিকে নিয়ে চিন্তিত নন ব্রাজিলের কোচ তিতে। তার মতে, মেসিকে আটকানোর উপায় জানা আছে তার।

পরিসংখ্যান বলছে দুই দল ১১১টি আন্তর্জাতিক ফুটবল ম্যাচে এখন পর্যন্ত মুখোমুখি হয়েছে। যেখানে ব্রাজিল জয় লাভ করেছে ৪৬টি ম্যাচে আর আর্জেন্টিনার জয়ের সংখ্যা ৪০টি। অর্থাৎ, কখনোই এই দুই দল কাউকে ছাড় দেয়নি।

ফাইনালে লড়াই যখন ব্রাজিল-আর্জেন্টিনার তখন মেসি-নেইমারের মাঝেও থাকে মর্যাদার লড়াই। দুইজনই নিজেদের দলকে ফাইনাল পর্যন্ত উঠাতে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। ফাইনাল ম্যাচের আগে তিতে জানান, মেসিকে আটকিয়ে আর্জেন্টিনার খেলা নষ্ট করে দেয়ার পরিকল্পনা তার।

ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে তিতে বলেন, 'মেসিকে কিভাবে থামানো যায় সে সম্পর্কে আমার যথেষ্ট ধারণা রয়েছে। তবে কোনো ব্যক্তি বা অঞ্চলের মাধ্যমে তা এখনই প্রকাশ করতে চাই না। মেসিকে কিভাবে চিহ্নিত করব তা জানি। আমরা তাদের নিষ্ক্রিয় করব না, তাদের খেলার জায়গা নষ্ট করে দেব।'

রবিবার (১১ জুলাই) বাংলাদেশ সময় ভোর ৬টায় ব্রাজিলের মারাকানা স্টেডিয়ামে কোপার ফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ব্রাজিল-আর্জেন্টিনা।