করোনা নেগেটিভ বাংলাদেশ দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের

খেলাধুলা ডেস্ক জুলাই ১, ২০২১, ১১:৫২ এএম

ঢাকাঃ এক টেস্ট, তিনটি করে ওয়ানডে ও টি-২০ খেলতে মুমিনুল বাহিনী এখন জিম্বাবুয়ের রাজধানী হারারেতে। সেখানে প্রথম ধাপের করোনাভাইরাসের সংক্রমণ পরীক্ষায় বাংলাদেশ দলের সব ক্রিকেটার ও কোচিং স্টাফের ফলাফল নেগেটিভ এসেছে। হারারেতে কোয়ারেন্টাইনের বাধ্যবাধকতা না থাকায়, আজ থেকেই অনুশীলনে নামতে পারবে টাইগাররা।

এদিকে, যুক্তরাষ্ট্র থেকে ব্যক্তিগত ছুটি শেষে জিম্বাবুয়েতে দলের সঙ্গে যোগ দিয়েছেন সাকিব আল হাসান।
পূর্ণাঙ্গ সিরিজ খেলতে ৮ বছর পর জিম্বাবুয়ে গেছে টাইগাররা। ৭-১১ জুলাই সফরের একমাত্র টেস্ট। তার আগে ৩-৪ জুলাই একটি প্রস্তুতি ম্যাচ খেলবে টাইগাররা।

১৬, ১৮ ও ২০ জুলাই তিন ওয়ানডে ও ২৩, ২৫ ও ২৭ জুলাই টি-২০ ম্যাচ। টেস্ট স্কোয়াডে যারা সুযোগ পাননি, তারা ওয়ানডে খেলতে সবাই যাবেন ৯ জুলাই এবং টি-২০ স্কোয়াডের বাকিরা যাবেন ১৬ জুলাই।