নেইমারবিহীন ব্রাজিলকে রুখে দিল ইকুয়েডর

ক্রীড়া ডেস্ক জুন ২৮, ২০২১, ০৯:৫১ এএম
ছবি: সংগৃহীত

ঢাকাঃ সব প্রতিযোগিতা মিলিয়ে শেষ ১০ ম্যাচই জিতেছে পাঁচবারের বিশ্ব চ্যাম্পিয়নরা। তিতের দলের এই জয়যাত্রা রুখে দিল ইকুয়েডর।

কোপা আমেরিকা গ্রুপ পর্বে টানা তিন জয়ে নিশ্চিত হয়েছে পরের রাউন্ড। এমনকি গ্রুপের শীর্ষে থাকাও। তাই একুয়েডরের বিপক্ষে নিজেদের মধ্যে বোঝাপড়ার বাড়াতে নেমেছিল ব্রাজিল। জয়ের ভেলায় ভাসতে থাকা ব্রাজিল তরী এতদিনে এসে প্রথমবার ধাক্কা খেলো।

বাংলাদেশ সময় সোমবার রাত ৩টায় গোইয়ানিয়ার অলিম্পিকো স্টেডিয়ামে খেলতে নেমে ‘বি’ গ্রুপের ম্যাচ ১-১ গোলে ড্র হয়েছে। স্বাগতিকদের রুখে দিয়ে কোপা আমেরিকায় টিকে থাকল একুয়েডর। টানা ১০ জয়ের পর ড্র করল তিতের দল।

প্রথমার্থে এদের মিলিতাওয়ের গোলে এগিয়ে যায় তিতের দল। খেলার ৩৭ মিনিটে এদের মিলিতাওয়ের হেড এগিয়ে দেয় ব্রাজিলকে। এগিয়ে থাকার স্বাদ নিয়ে বিরতিতে যায়। 

ফিরে এসে আর সেই স্বাদ বেশিক্ষণ ধরে রাখতে পারেনি নেইমারহীন ব্রাজিল। ৫৩ মিনিটে আনহেল মেনার গোলে সমতায় ফেরে ইকুয়েডর। 

প্রথম ম্যাচে ভেনেজুয়েলাকে ৩-০, পরের ম্যাচে পেরুকে ৪-০, এরপর কলম্বিয়াকে ২-১ গোলে হারায় ব্রাজিল। ৯ পয়েন্ট নিয়ে গ্রুপের শীর্ষে আছে তারা।