ঢাকাঃ শ্রীলঙ্কার বিপক্ষে ব্যাট হাতে অনবদ্য পারফরম্যান্সের কারণে শ্রীলঙ্কার জয়াবিক্রমা ও পাকিস্তানের হাসান আলীকে পেছনে ফেলে আইসিসি প্লেয়ার অব দ্য মান্থের পুরস্কার জিতেছেন বাংলাদেশের অভিজ্ঞ ব্যাটসম্যান মুশফিকুর রহিম। এবার তাঁর চোখে আইসিসি বর্ষসেরায়।
এই বছরের শুরুতে প্রথম ‘প্লেয়ার অব দ্য মান্থ’ পুরস্কার চালু করেছিল আন্তর্জাতিক ক্রিকেট সংস্থা আইসিসি। গত চার মাসে সেরা ক্রিকেটারদের মধ্যে প্রথম তিনজনই ভারতীয়। মে’তে শ্রীলকার বিপক্ষে প্রথম সিরিজ জয়ে ব্যাট হাত দারুণ অবদান রয়েছে মুশফিকের। যে কারণে প্রথম বাংলাদেশি হিসেবে আইসিসির প্লেয়ার অব দ্য মান্থ ক্যাটাগরিতে নাম আসে মুশফিকের।
তাঁর প্রতিদ্বন্দ্বী হিসেবে ছিলেন লঙ্কান স্পিনার জয়াবিক্রমা ও পাকিস্তানের পেসার হাসান আলী। তবে দর্শকদের ভোট এবং আইসিসি প্যানেলদের ভোটে তাঁদের পেছনে ফেলে পুরস্কার জিতেছেন মুশফিক। প্রথম বাংলাদেশি ক্রিকেটার হিসেবে এই অর্জন অবশ্যই বিশেষ মুশফিকের কাছে। এই অর্জনে দর্শকদের প্রতি মন থেকে কৃতজ্ঞতা প্রকাশের পাশাপাশি তাঁর চোখে আইসিসি বর্ষসেরা ক্রিকেটারের পুরস্কারে।
“আলহামদুলিল্লাহ্। প্রথমত আইসিসিকে ধন্যবাদ আমাকে ‘প্লেয়ার অব দ্য মান্থ’ ক্যাটাগরিতে মনোনীত করার জন্য। বিশেষ ধন্যবাদ তাঁদের দিতে চাই যারা আমাকে ভোট দিয়ে জিতিয়েছেন। আমি মনে করি আপনারা শুধু আমাকে না আপনারা বাংলাদেশকে জিতিয়েছেন।”