ঢাকাঃ আম্পায়ারের সিদ্ধান্তের বিরুদ্ধাচরণ করে ৩ ম্যাচ নিষিদ্ধ হয়েছেন সাকিব আল হাসান। একই সঙ্গে ৫ লাখ টাকা জরিমানাও করা হয়েছে তাকে। বিশ্বসেরা অলরাউন্ডারকে শাস্তি দেওয়ার পরের দিন বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন সাকিব প্রসঙ্গ ছাড়াও কথা বলেছেন আম্পায়ারিং নিয়ে।
পক্ষপাতদুষ্ট আম্পায়ারিংয়ে এক-দুটি ক্লাব লাভবান হচ্ছে। বাকি ক্লাবগুলো ক্ষতিগ্রস্ত হচ্ছে। শুক্রবার আবাহনী-মোহামেডান ম্যাচে আম্পায়ারিং নিয়ে বিতর্কিত কান্ড ঘটান সাকিব। ঘটনার পর নড়েচড়ে বসেছে বিসিবি।
গতকাল একটি টেলিভিশনের সঙ্গে সাক্ষাৎকারে বিসিবি সভাপতি পাপন সরাসরি বলেছেন, ‘আম্পায়ারিং নিয়ে যদি এমন অভিযোগ উঠতেই থাকে, তাহলে বাধ্য হয়ে ঘরোয়া লিগ বন্ধ করে দিবেন।’ বিসিবি সভাপতি আরও জানিয়েছেন, বাইরের দেশগুলো থেকেও আচরণ নিয়ে তাকে জবাব দিতে হচ্ছে, ‘অন্য দেশগুলো থেকে অনেকেই প্রশ্ন করছেন। উত্তর দিতে ভালো লাগছে না।’
তিনি আরও জানান, ক্লাবগুলোতে অনুরোধ করা হয়েছে ম্যাচগুলো নিয়ে সুনির্দিষ্ট অভিযোগগুলো জানাতে। কিন্তু একই সঙ্গে জানিয়েছেন, ম্যাচ শেষে ক্লাবগুলোর অধিনায়ক কিংবা ম্যানেজার অথবা ম্যাচ রেফারি রিপোর্টে কোনো অভিযোগ কেন করেন না?