বেতনের দাবীতে আন্দোলন শ্রীলংকার ক্রিকেটারদের

খেলাধুলা ডেস্ক জুন ৭, ২০২১, ১১:১৬ এএম

ঢাকাঃ ক্রিকেট বোর্ডের বিরুদ্ধে আন্দোলন শুরু করেছেন শ্রীলংকার তারকা ক্রিকেটাররা। গত অক্টোবর থেকে কেন্দ্রীয় চুক্তি ছাড়াই চলছে শ্রীলংকার ক্রিকেট এমন অভিযোগে বেতন নিয়ে আন্দোলনে তারা।

সাবেক অধিনায়ক অ্যাঞ্জেলো ম্যাথিউস, বর্তমান অধিনায়ক দিমুথ করুণারত্নে, অভিষেক ফার্নান্দো, রোশান সিলভা, নুয়ান প্রদীপের মতো তারকা ক্রিকেটাররা চুক্তিতে বেতন কমানোয় এই আন্দোলন শামিল হয়েছেন।

উল্লেখ্য, অস্থায়ী চুক্তির ভিত্তিতে খেলা ক্রিকেটারদের নিয়ে এখন আনুষ্ঠানিকভাবে কেন্দ্রীয় চুক্তির ঘোষণা করতে চায় শ্রীলংকা বোর্ড। কিন্তু তাদের দেওয়া শর্তে স্বচ্ছতার অভাব থাকার অভিযোগ তুলেছেন ক্রিকেটাররা।

এদিকে, শ্রীলঙ্কা ক্রিকেটে কেন্দ্রীয় চুক্তি ও বেতন কমানো নিয়ে বিশৃঙ্খলায় ইংল্যান্ড সফর নিয়ে শঙ্কা তৈরি হয়েছে। রবিবার পর্যন্ত খেলোয়াড়রা কেন্দ্রীয় চুক্তিতে স্বাক্ষর করেননি। এমনকি ইংল্যান্ড সফরের চুক্তি পত্রেও স্বাক্ষর করেননি!