ঢাকা: রিয়াল মাদ্রিদে কোচ হয়ে ফিরেছেন কার্লো আনচেলত্তি। এক বিবৃতিতে রিয়ালই এ তথ্য জানিয়েছে। আনচেলত্তির সঙ্গে তিন বছরের চুক্তি করছে রিয়াল। এর আগে আনচেলত্তি ২০১৩ থেকে ২০১৫ সাল পর্যন্ত কোচ ছিলেন রিয়ালের।
২০১৪ সালে আনচেলত্তির কোচিংয়েই দশম চ্যাম্পিয়নস লিগ জিতেছিল রিয়াল। তার অধীনে রিয়াল একটি করে কোপা দেল রে, উয়েফা সুপার কাপ ও ক্লাব বিশ্বকাপও জিতেছিল।
রিয়াল মাদ্রিদের চাকরি হারিয়ে আনচেলত্তি যোগ দিয়েছিলেন বায়ার্ন মিউনিখে। এক বছর পর সিরি ‘আ’ ক্লাব নাপোলিতেও এক বছর ছিলেন অভিজ্ঞ এই কোচ। পরে ২০১৯ সালে আনচেলত্তি যোগ দেন ইংলিশ প্রিমিয়ার লিগ ক্লাব এভারটনে। আনচেলত্তি কাল এভারটনের ওয়েবসাইটে বিবৃতি দিয়ে বিদায় জানিয়েছেন ক্লাবকে।
রিয়াল মাদ্রিদ গত মৌসুমে একটি ট্রফিও জিততে পারেনি। টানা তিনবার চ্যাম্পিয়নস ট্রফি জেতা কোচ জিনেদিন জিদান এরপর নিজে থেকেই ছেড়ে দেন রিয়ালের দায়িত্ব।