ঢাকাঃ জিম্বাবুয়ের ক্রিকেটে বেহাল দশা বিগত অনেক বছর ধরে। জাতীয় দলে নেই স্পন্সর, ক্রিকেটারদের আয়ও নগণ্য। পরিস্থিতি এতটাই নাজুক যে, খেলোয়াড়রা এক সিরিজের জুতা দিয়ে আরেক সিরিজ খেলেছেন পুরনো জুতা সারিয়ে!। টেস্ট খেলুড়ে দেশ জিম্বাবুয়েতে ক্রিকেট যেন চলছে খুঁড়িয়ে খুঁড়িয়ে। এবার এর এক করুণ চিত্র যেন ফুটে উঠেছে রায়ান বার্লের হাত ধরে।
ছেঁড়া জুতার ছবি দিয়ে আক্ষেপ করেছিলেন রায়ান বার্ল যদি স্পন্সর থাকত। জিম্বাবুয়ে ক্রিকেটারের এক টুইটেই হইচই পড়ে যায় ক্রীড়া বিশ্বে। এবার জোগাড় হল স্পন্সরও।
সম্প্রতি জিম্বাবুয়ের মিডল অর্ডার ব্যাটসম্যান রায়ান বার্ল টুইটারে তার জুতা সারানোর একটি ছবি পোস্ট করেন। সেখানে তিনি লিখেছেন, ‘যদি আমরা স্পন্সর পেতাম, তাহলে প্রতি সিরিজের পর আঠা লাগিয়ে জুতা সারাতে হত না।’
বার্লের এই পোস্ট দেখে ব্যথিত হয়েছিলেন অনেকে। কেউ কেউ বিশ্বখ্যাত ক্রীড়াভিত্তিক স্পন্সর প্রতিষ্ঠানগুলোর উদ্দেশে বার্তা লিখেছেন সেই টুইটে গিয়ে। অবশেষে বিশ্বখ্যাত স্পোর্টস ব্র্যান্ড পিউমার ক্রিকেট বিভাগ জানিয়েছে, তারা বার্লের স্পন্সর হবে।
এক টুইট বার্তায় পিউমা জানায়, ‘এবার আঠা সরিয়ে রাখার প্রয়োজন হয়েছে। তোমার দেখভাল এখন আমরা করব।’