ঢাকাঃ নিঃসন্দেহে সাকিবকে মিস করেছেন শ্রীলঙ্কার বিপক্ষে টেস্টে তার নিয়মিত বোলিং সঙ্গী তাইজুল ও মিরাজ। বাংলাদেশ দলে বর্তমানে স্পিনারদের মধ্যে সবচেয়ে অভিজ্ঞ সাকিব। ফলে টেস্ট সিরিজে থাকলে খানিকটা স্বস্তিতেই থাকতে পারতেন তাঁরা।
শ্রীলঙ্কা সফরে টেস্ট সিরিজে ছিলেন না দলের অভিজ্ঞ অলরাউন্ডার সাকিব আল হাসান। তবে লঙ্কানদের বিপক্ষে ওয়ানডে সিরিজে দলে ফেরায় স্বস্তির নিশ্বাস ফেলছেন নির্বাচক হাবিবুল বাশার।
মিরাজ, তাইজুল ও বাকি স্পিনারদের মতো একটু স্বস্তির নিশ্বাস ফেলছেন নির্বাচক বাশারও। এই সিরিজে দুই পেসার রুবেল ও হাসান মাহমুদ না থাকলেও মুস্তাফিজ, তাসকিন, শরিফুল সম্মিলিত পেস অ্যাটাকে ভালো কিছুর আশা করছেন বাশার।
এক সাক্ষাতকারে তিনি বলেন, “দুজন পেসার (রুবেল, হাসান) ছিটকে গেলেও আমার মনে হয় আমাদের বোলিং লাইন-আপটা এখনও যথেষ্ট শক্তিশালী। মুস্তাফিজ, সাইফউদ্দিন রয়েছে। সাকিব ফিরে আসায় দলটা ভারসাম্য ফিরে এসেছে। আশা করছি যে দলই করা হোক না কেন আমরা আগের চেয়ে ভালো ক্রিকেট খেলব।”