বিশ্বকাপ আয়োজন নিয়ে সন্দিহান বিসিসিআই

খেলাধুলা ডেস্ক মে ১০, ২০২১, ১১:২৪ এএম

ঢাকাঃ আগামী অক্টোবরে আইসিসি টি-টোয়েন্টি বিশ্বকাপের সপ্তম আসর বসার কথা ভারতে। সেই অনুযায়ী পরিকল্পনাও আগাচ্ছিল বিসিসিআইয়ের। কিন্তু করোনা সংক্রমণের কারণে আইপিএল বন্ধ হয়ে যাওয়ায় বিসিসিআইয়ের বিশ্বকাপ আয়োজনের স্বপ্ন হুমকির মুখে।
বায়োবাবল তৈরি করেও আইপিএলের খেলোয়াড়দের সুরক্ষা দেওয়া সম্ভব হয়নি। অন্যদিকে বিশাল জনগোষ্ঠীর দেশটিতে করোনা পরিস্থিতির উন্নতিরও কোনো সুযোগ নেই। এমন পরিস্থিতিতে যেকোনো ধরনের খেলা আয়োজনের সম্ভাবনা দেখছেন না বিসিসিআইয়ের সভাপতি সৌরভ গাঙ্গুলি।

করোনা মহামারী নাজুক অবস্থা সৃষ্টি করেছে গোটা ভারতে। ভেঙে পড়েছে চিকিৎসাব্যবস্থা, কিছু রাজ্য যেন একেবারে মৃত্যুপুরী। এমন পরিস্থিতিতে বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য নিয়ে সন্দিহান খোদ বিসিসিআই।
তিনি বলেন, ‘পাঁচ মাস পর বিশ্বকাপ রয়েছে। কিন্তু এই মহামারী থাকলে যেকোনো ধরনের ক্রিকেট আয়োজন করাই কঠিন হয়ে পড়বে।’

অনেকেই প্রশ্ন তুলেছেন, ত্রয়োদশ আসরের মত আইপিএলের চতুর্দশ আসরও সংযুক্ত আরব আমিরাতে আয়োজন করা যেত কি না। সেক্ষেত্রে হয়ত অন্তত বিশ্বকাপ আয়োজনের সামর্থ্য নিয়ে প্রশ্ন উঠত না! সৌরভ অবশ্য নিজেদের সিদ্ধান্তের পক্ষেই সাফাই গাইলেন।
অথচ বছরের শুরুতে ইংল্যান্ডের বিপক্ষে দুর্দান্ত এক সিরিজ খেলেছে ভারত, যেখানে মাঠে প্রবেশাধিকার ছিল দর্শকদেরও।

সৌরভের যুক্তি, ‘তখন আক্রান্তের সংখ্যা অনেক কম ছিল। তাছাড়া খেলা ছিল শুধু দুটি দলের মধ্যে। জৈব সুরক্ষা বলয়ও ছিল। এর আগে ঘরোয়া ক্রিকেট চলাকালীন ৭৬০ জন ক্রিকেটার জৈব বলয়ে ছিল। কিন্তু তখন আক্রান্তের সংখ্যাও অনেক কম ছিল। দিনে সাত হাজার মতো। এখন সংখ্যাটা চার লক্ষ।’

সৌরভের কথায় এটুকু স্পষ্ট, খোদ ভারতও এখন তাদের মাটিতে বিশ্বকাপ আয়োজনের সম্ভাবনা দেখছে না!